চলছে কৃষক আন্দোলন। এরই মাঝে আবার গতকাল এক কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারীরা। এই সবের মাঝেই ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য আখের দাম ১০.২৫ শতাংশ বাড়ানো হল। গতকাল আখের 'ন্যায্য পারিশ্রমিক মূল্য' ঘোষণা করে সরকার। এর আগে প্রতি কুইন্টাল আখের 'ন্যায্য পারিশ্রমিক মূল্য' ছিল ৩১৫ টাকা। আর আগামী অর্থবর্ষে প্রতি কুইন্টাল আখের 'ন্যায্য পারিশ্রমিক মূল্য' বেড়ে হল ৩৪০ টাকা। অর্থাৎ, একলাফে আখের 'ন্যায্য পারিশ্রমিক মূল্য' বাড়ানো হল ২৫ টাকা। এতে প্রায় ৫ কোটি কৃষক লাভবান হবেন বলে দাবি করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। (আরও পড়ুন: '১০ বছর মিথ্যা বলে এখন খুন করছে BJP', আন্দোলনকারী কৃষকের মৃত্যুতে তোপ মমতার)
আরও পড়ুন: সংগ্রামী যৌথ মঞ্চের হাতিয়ার '৩৯২.৮৩', ডিএ-র দাবিতে আজ কর্মবিরতিতে সরকারি কর্মীরা
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠক হয়েছিল। সেখানেই আখের 'ন্যায্য পারিশ্রমিক মূল্য' বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে কেন্দ্রীয় মন্ত্রী সংবাদমাধ্যমের সামনে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। উল্লেখ্য, আখের 'ন্যায্য পারিশ্রমিক মূল্য' বৃদ্ধির ফলে লাভবান হবেন উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানার কয়েক কোটি কৃষক। এছাড়াও মহারাষ্ট্র এবং কর্ণাটকের আখ চাষীরাও লাভবান হবেন এই সিদ্ধান্তের ফলে। এদিকে গতকাল আন্দোলনরত কৃষকদের উদ্দেশেও বার্তা দেন অনুরাগ। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'আমরা আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনা করছি। ভবিষ্যতেও আলোচনা চলবে।'
প্রসঙ্গত, হরিয়ানার খানাউরি সীমান্তে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা যায় গতকাল। এই আবহে অল ইন্ডিয়া কিষাণ সভার অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরেই মৃত্যু হয়েছে ওই কৃষকের। যদিও হরিয়ানা পুলিশ বিষয়টি মানতে চায়নি। তবে সামগ্রিক পরিস্থিতিতে দুদিনের জন্য দিল্লি যাত্রা স্থগিত রেখেছেন আন্দোলনকারী কৃষকরা। রিপোর্ট অনুযায়ী, মৃত কৃষকের নাম, শুভ করন সিং। জখম অবস্থায় তাঁকে পাতিয়ালার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসকরা জানিয়েছিলেন, সেই কৃষকের গায়ে বুলেটের দাগ দেখা গিয়েছে। তবে হরিয়ানা পুলিশ এই ঘটনাটিকে 'গুজব' বলে আখ্যা দিয়েছে। তাঁদের দাবি, বুধবার হরিয়ানা পুলিশের দুই কর্মী এবং এক আন্দোলনকারীর আহত হওয়ার খবর মিলেছে। তাছাড়া কোথাও কেউ নাকি হতাহত হয়নি। যদিও পরে পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান অবশ্য এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও অন্তত ২৬ জন কৃষক আহত বলে দাবি করা হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে। এদিকে কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে তৈরি হওয়া বিতর্ক কেন্দ্রের এই সিদ্ধান্তে কতটা ধামাচাপা পড়ে, তা নিয়ে সংশয় আছে। তবে বহু কৃষক যে আখের মূল্য বৃদ্ধির ফলে লাভবান হবেন, তাতে সন্দেহ নেই।