কবে বিয়ে করবে? নিজে নিজেই বরকে পছন্দ করবে? দাদার বউ কি কয়েকদিন পর পালিয়ে যাবে? হাঁটুর বয়সি এক মহিলা সাংবাদিকের হাত ধরে টেনে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা এমনই প্রশ্ন করছেন বলে অভিযোগ তুলল বিজেপি। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) শেয়ার করেছেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। তিনি দাবি করেছেন, বিরোধীদের ইন্ডিয়া জোটের নেতা যে কাজ করেছেন, তা একেবারে ন্যক্কারজনক। কর্মক্ষেত্রে মহিলাদের হেনস্থার শিকার হওয়ার যদি একটা ঘটনাও ঘটে, তাহলে সেটা এই ঘটনাই হবে।
শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পুরনো টুইটার) একটি ভিডিয়ো পোস্ট করেন মালবিয়া। ওই ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে এক তরুণী সাংবাদিক প্রশ্ন করার চেষ্টা করছেন। হাসিমুখে প্রশ্ন করার চেষ্টা করছেন তিনি। কিন্তু তাঁর হাত ধরে আছেন এক বয়স্ক ব্যক্তি। কিছু প্রশ্ন করছেন। ওই ব্যক্তি আদতে ৮৫ বছরের নেতা ফারুখ বলে দাবি করেছে বিজেপি।
ওই ভিডিয়ো সঙ্গে মালব্য লেখেন, ‘ইন্ডিয়া জোটের প্রবীণ নেতা এবং চিরকালীন ওমর আবদুল্লা নিজের নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিলেন। যদি কখনও কোনও কর্মক্ষেত্রকে মহিলাদের জন্য অস্বস্তিকর করে তোলার ঘটনা ঘটে থাকে, তাহলে এটাই হবে সেই ঘটনা। ওই সাংবাদিক সম্ভবত ওঁনার নাতনি বয়সি বা তার থেকেও ছোট। তা সত্ত্বেও কখন তুমি বিয়ে করবে; তুমি কি নিজের স্বামী বেছে নিয়েছ; তোমার স্বামী কে বেছে নেবে, তুমি নাকি তোমার বাবা-মা, কেন তোমার হাতে মেহেন্দি আছে জাতীয় অস্বস্তিকর প্রশ্ন করা থেকে বিরত থাকেননি।’
আরও পড়ুন: Special Parliament Session: বিশেষ অধিবেশনে শুধুই সরকারের অ্যাজেন্ডা! তিন তিরে শান দিচ্ছে বিরোধীরা
বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান আরও বলেন, ‘যখন উনি (মহিলা সাংবাদিক) বলেন যে দাদার বিয়ে ছিল। তখন আবদুল্লা প্রশ্ন করেন যে দাদার স্ত্রী কি দাদার সঙ্গে থাকবে নাকি কয়েকদিন পরে ছেড়ে দেবে? উনি ফের প্রশ্ন করেন যে উনি (মহিলা সাংবাদিক) বিয়ে করেছেন নাকি। উনি বলেন যে স্যার এখন আমার বয়স অনেক কম। তারপর উনি (আবদুল্লা) বলেন, যাকে বিয়ে করছ, তার থেকে সাবধান থাকবে। কে জানে সে হয়ত অন্য কোনও মহিলাদের সঙ্গে ঘুরে বেড়াবে। সে বিষয়ে তোমার কোনও ধারণাও থাকবে না।’
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। একজন বলেন, ‘ক্যামেরার সামনে প্রকাশ্যে কি নিজের ছেলে বা মেয়ের বিয়ে নিয়ে এরকম প্রশ্ন করতেন ফারুক আবদুল্লা?’ অপর এক নেটিজেন বলেন, ‘শুধু তাই নয়, লাগাতার ওই সাংবাদিককে বাজেভাবে ছুঁয়ে যাচ্ছেন ফারুক আবদুল্লা।’