চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে বিশ্বজুড়ে শোক প্রকাশ করা হয়েছে। আমেরিকা, ইজরায়েল এমনকি প্রতিবেশী দেশ পাকিস্তানের থেকেও শোক জ্ঞাপন করা হয়েছে ভারতের প্রতিরক্ষা প্রধানের অকাল মৃত্যুতে। শ্রদ্ধা জানান প্রাক্তন পাক সেনা আধিকারিক জেনারেল আদিল ফারুক রাজাও। ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আরএস পাঠানিয়ার শোকপ্রকাশের টুইটে মেজর ফারুকের জবাব সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়।
সিডিএসের মৃত্যুতে সম্মান জানাতে তাঁর একটি ছবি টুইট করেন ভারতীয় সেনার ব্রিগেডিয়ার পাঠানিয়া। তাঁর করা সেই টুইটে অবসরপ্রাপ্ত পাক মেজর লেখেন, ‘স্যার আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। (জেনারেল রাওয়াত) একজন সাজ্জিত কর্পস অফিসার ছিলেন। যুদ্ধ, নিরাপত্তা, প্রোটোকল এবং প্রশাসন/প্রশিক্ষণ নিয়োগের মতো বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন ছিলেন তিনি।’ এর জবাবে ব্রিগেডিয়ার পাঠানিয়া একজন সৈনিকের দায়িত্বের কথা বলেন। টুইটে লেখেন, ‘ধন্যবাদ আদিল। একজন সৈনিকের কাছ থেকে এটাই প্রত্যাশিত। আপনাকে স্যালুট।’
এরপরই মেজর আদিল লেখেন, ‘নিশ্চয় স্যার, একজন সৈনিক হিসাবে এটা করা (শ্রদ্ধাজ্ঞাপন) শালীনতা। আবার, আপনার ক্ষতির জন্য দুঃখিত স্যার। আমাদের পাঞ্জাবীতে বলে, দুশমন মারায় তে খুশিয়ান না মানাউ, কাদ্দে সাজনা ভি মার জানা। মানে: আপনার শত্রুদের মৃত্যু উল্লাস করবেন না কারণ একদিন বন্ধুরাও মারা যাবে।’ জবাবে প্রাক্তন ভারতীয় সেনাকর্তা লেখেন, ‘আপনাকে আবারও ধন্যবাদ আদিল। আমি পাঞ্জাবি বুঝি এবং এই ভাষাতে কথাও বলি। আমরা যুদ্ধক্ষেত্রে শত্রু। এর বাইরে, আমরা যদি বন্ধু হতে না পারলেও একে অপরের প্রতি সুশীল হতে পারি।’