স্বপ্নের 'গগনযান' মিশনের জন্য প্রাথমিকভাবে চারজন মহাকাশচারীকে বেছে নেওয়া হল। সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যে চারজন মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে, তাঁরা উইং কমান্ডার বা গ্রুপ ক্যাপ্টেন পদে আছেন। আজই সরকারিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের নাম ঘোষণা করতে পারেন বলে কানাঘুষো চলছে। কারণ আজ কেরলের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে যাবেন প্রধানমন্ত্রী। তিনটি নয়া পরিকাঠামোমূলক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি 'গগনযান' মিশনের অগ্রগতি খতিয়ে দেখবেন। সেইসময় ওই চার মহাকাশচারীর নাম ঘোষণা করা হতে পারে বলে একাধিক মহলে জল্পনা চলছে। যদিও সরকারিভাবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
'গগনযান' মিশনের জন্য চার মহাকাশচারী কারা?
সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে যে প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ এবং অজিত কৃষ্ণনকে বেছে নেওয়া হয়েছে। সেইসঙ্গে ‘চৌহান’ নামের একজন মহাকাশচারীকেও 'গগনযান' মিশনের জন্য বেছে নেওয়া হয়েছে বলে সূত্র উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও সরকারিভাবে ভারত সরকার বা ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে কোনও মন্তব্য করা হয়নি।
ওই প্রতিবেদন অনুযায়ী, 'গগনযান' মিশনের জন্য এতদিন বেঙ্গালুরুতে প্রস্তুতি সারছিলেন চার মহাকাশচারী। আজ তাঁরা বিক্রম সারাভাই স্পেস সেন্টারে হাজির থাকবেন। সেইসময়ই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী মোদী তাঁদের নাম ঘোষণা করবেন বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ইতিমধ্যে ইসরোর তরফে জানানো হয়েছে, তিনজন মহাকাশচারীকে 'গগনযান' মিশনে পাঠানো হবে।
কীভাবে ৪ মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে?
একাধিক রিপোর্ট অনুযায়ী, 'গগনযান' মিশনে যাওয়ার জন্য অনেকেই নাম নথিভুক্ত করেছিলেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিনে প্রথম পর্যায়ের 'সিলেকশন টেস্ট' হয়েছিল। সেই পর্যায়ের পরে বেছে নেওয়া হয়েছিল ১২ জনকে। ওই ১২ জনকে নিয়ে একাধিক পরীক্ষা-নিরীক্ষার মুখে বসতে হয়েছিল।
সেই পরীক্ষার ভিত্তিতে ভারতীয় বায়ুসেনার ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিন এবং ইসরো শেষপর্যন্ত চারজনকে বেছে নেয় বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। পরবর্তীতে ট্রেনিংয়ের জন্য তাঁদের রাশিয়ায় পাঠানো হয়েছিল। যে দেশ ইতিমধ্যে মহাকাশে মানুষ পাঠিয়েছে। আর 'গগনযান' মিশনের মাধ্যমে প্রথমবার মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা।
আরও পড়ুন: Vyommitra Robot in Gaganyaan Mission: ইসরোর মিশনে মহাকাশে যাবেন এই 'মহিলা'... চিনে নিন এই নভোশ্চরকে