বাংলা নিউজ > ঘরে বাইরে > আবর্জনাই হয়ে উঠল শিল্পের কাঁচামাল, অনন্য সৃষ্টি ফ্রান্সের শিল্পীর

আবর্জনাই হয়ে উঠল শিল্পের কাঁচামাল, অনন্য সৃষ্টি ফ্রান্সের শিল্পীর

অনন্য সৃষ্টি ফ্রান্সের শিল্পীর। ছবি সৌজন্যে ডয়চে ভেলে

স্টেফানি আসলে স্থাপত্য নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন৷ কিন্তু শিশু বয়সেই তিনি ক্ষুদ্র ভাস্কর্য তৈরি করতেন৷ ২০১৭ সাল থেকে তিনি বাতিল বস্তু দিয়ে ‘ডিসকার্ডেড অবজেক্টস’ সৃষ্টি করে আসছেন৷

পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে শিল্প কোনও তথ্যচিত্রের তুলনায় বেশি কার্যকর বলে মনে করেন ফ্রান্সের এক শিল্পী৷ উপকরণ হিসেবে আবর্জনা ব্যবহার করে তিনি প্রকৃতির হাল তুলে ধরছেন৷ স্টেফানি কিলগাস্টের সৃষ্টিকর্মে প্রকৃতিই জগত পুনর্দখল করছে৷ ফরাসি এই শিল্পী কাদামাটি দিয়ে গাছপালা ও প্রাণী সৃষ্টি করেন৷ তাঁর কল্পনায় আবর্জনা মানুষের মাঝেই ফুলেফেঁপে ছাপিয়ে যায়৷ স্টেফানি বলেন, ‘এমন সব আবর্জনা দেখলে আমার সব সময়ে মনে হয়, মানবজাতি নিশ্চিহ্ন হয়ে গেলে এ সবই পড়ে থাকবে৷ শিল্প বা বিজ্ঞান নয়, আমাদের প্লাস্টিক আবর্জনা৷ সে কারণে আমার সৃষ্টির কাজে সেগুলি কাজে লাগাই৷ মনে হয় এটাই আমাদের সবচেয়ে বোকামির পরিচয়৷’

আবর্জনা দিয়ে তৈরি ভাস্কর্য মানবজাতির জন্য অশনি সংকেত হয়ে ওঠে বলে কিলগাস্ট মনে করেন৷ তিনি বলেন, ‘শিল্প অবশ্যই আমাদের বর্তমান জগতকে প্রশ্নের মুখে ফেলতে পারে৷ কোনও তথ্যচিত্রের তুলনায় সেটা আরেও বেশি মর্মভেদী হতে পারে৷ সাধারণত শিল্পকর্ম মানুষের বুদ্ধিবৃত্তি নয়, বরং আবেগ ছুঁয়ে যায়৷ আমার কাছে সেটাই সবচেয়ে জরুরি বিষয়৷’

স্টেফানি আসলে স্থাপত্য নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন৷ কিন্তু শিশু বয়সেই তিনি ক্ষুদ্র ভাস্কর্য তৈরি করতেন৷ ২০১৭ সাল থেকে তিনি বাতিল বস্তু দিয়ে ‘ডিসকার্ডেড অবজেক্টস’ সৃষ্টি করে আসছেন৷ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ফলোয়ারের সংখ্যা বেশ কয়েক লাখ পেরিয়ে গিয়েছে৷ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকায় তার প্রদর্শনী হয়৷ স্টেফানি বলেন, ‘আমার সৃষ্টিকর্মে আর কোনও মানুষ অবশিষ্ট নেই৷ আমি একে প্রলয়-পরবর্তী প্রফুল্ল ভাব হিসেবে বর্ণনা করি৷ যেন চারদিকে আনন্দের রেশ, সবকিছু বেশ রঙিন, আমোদের পরিবেশ৷ মানবজাতির অবশিষ্ট অংশই টিকে গিয়েছে, দুর্ভাগ্যবশত যা কোনও সুন্দর জিনিস নয়, শুধুই আবর্জনা৷’

আবর্জনা নিজে থেকেই বেড়ে চলেছে৷ আজকাল এমনকি বন্ধুবান্ধবরাও স্টেফানিকে আবর্জনা উপহার হিসেবে পাঠাচ্ছেন৷ এভাবে মানুষের জঞ্জাল তাঁর শিল্পের কাঁচামাল হয়ে উঠছে৷ স্টেফানি বলেন, ‘আমার সৃষ্টিকর্ম মানুষকে নিজেদের জীবনযাত্রা, ভোগের প্রবণতা এবং ‘কনজিউমার' বা ভোক্তা হিসেবে মানুষের অবস্থানকে প্রশ্নের মুখে ফেলবে বলে আমি সত্যি আশা রাখি৷ কারণ আমরা তো শুধু ক্রেতা নয়৷’ মানুষ প্রকৃতিকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি৷ কিন্তু পরিবর্তনের মাধ্যমে আমরা সেই প্রকৃতিকে আর বাসযোগ্য রাখছি না৷ স্টেফানি কিলগাস্টের সৃষ্টিকর্ম এমন জীবনধারার অবশিষ্ট অংশ তুলে ধরে৷

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

ঘরে বাইরে খবর

Latest News

বিতর্ক ছাড়াই সংসদে পাশ হচ্ছে একাধিক বিল, মন্তব্য অবসরপ্রাপ্ত বিচারপতির গরম কমে ভারী বৃষ্টি হবে বাংলায়! রোজই উঠবে ঝড়, কবে ও কোথায় কমলা সতর্কতা জারি হল? পাঠানের হাতে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ তুলে দিলেন মহিলারা, কেঁদে ফেললেন প্রার্থী MBSG vs MCFC, ISL 2023-24 Final Live: বদলার ম্যাচ,ত্রিমুকুটের স্বপ্ন দেখছে বাগান 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো রাত পোহালেই দাদাগিরির ফিনালে, ‘ঢ্যান ট্যা না’ সৌরভের! থাকবেন ডোনা-সুখবিন্দর Coconut Water: গর্ভাবস্থায় ডাবের জল পানের উপকারিতা জানেন রাতে ভাত খাবেন নাকি রুটি? শরীর বুঝে ব্যাপারটা জেনে নিন এককালে শিন্ডে, ফড়নবীশকে মুখ্যমন্ত্রিত্ব অফার করেছিলেন উদ্ধব! দাবি একনাথের ‘বিন্দুমাত্র বদলাননি..’, ফের রজনীর সঙ্গে একফ্রেমে অমিতাভ, কবে আসছে নতুন ছবি

Latest IPL News

'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.