বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। দীর্ঘ পাঁচ দশক ধরে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অন্যদিকে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির মেগাস্টার রজনীকান্ত। প্রায় ৩৩ বছর আগে একসঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন তাঁরা। তাঁদের দেখা গিয়েছিল ‘হম’ ছবিতে। ‘আন্ধা কানুন’ এবং ‘গ্রেফতার’ ছবিতেও কাজ করেছেন একসঙ্গে। ফের একবার পর্দায় একসঙ্গে ধরা দেবেন তাঁরা।
বর্তমানে নিজেদের কাজের জগতে ব্যস্ত দুই তারকাই। তবে সদ্য সোশ্যাল মিডিয়ায় রজনীকান্তের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ। রজনীকান্তের সঙ্গে কোলাকুলি করছেন অমিতাভ, ছবি পোস্ট করে বিগ বি লেখেন, ‘ভীষণ রকম সম্মানিত থালাইভা মহান রজনীকান্তের সঙ্গে ফের কাজ করতে পেরে। বিন্দুমাত্র বদলাননি ইনি। এত বড়মাপের অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি সত্যিই সরল, বিনয়ী এবং খুব ভালো একজন বন্ধু।’
আরও পড়ুন: ‘আমার যেদিন ৫০ হবে..’, শ্রীলেখা অনুপ্রেরণা, অভিনেত্রীকে সামনে দেখে আপ্লুত দুই ভক্ত
আরও পড়ুন: ‘ক্রিকেটই জীবন..’, বুকের উপর ‘মাহি’ লিখে KKR vs MI ম্যাচ দেখতে এলেন জাহ্নবী
আরও পড়ুন: KKR জেতার পরই ড্রিম টিমের সঙ্গে গাড়িতে বসে সেলফি পোস্ট করলেন সুহানা, দলে আছেন কারা
আরও পড়ুন: অনুষ্কার ৩৬তম জন্মদিনে ডিনার পার্টির আয়োজন করেন বিরাট, মেনুতে কী কী ছিল
দুই সুপারস্টারকে একসঙ্গে দেখা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'বলিউডের শাহেনশাহ আর কলিউডের বাদশা।' একজন বললেন, ‘এক ফ্রেমে দুই কিংবদন্তি।’ আবার কেউ বললেন, ‘মিস্টার অমিতাভ বচ্চন কাকা এবং মিস্টার রজনী স্যার, গডস অফ ট্যালেন্ট।’ একজন ভক্ত লিখেছেন, ‘দুটি মুখ যা ভারতীয় সিনেমাকে এক ফ্রেমে সংজ্ঞায়িত করেছে।’ কারও মতে, ‘দুই গুরুর একসঙ্গে দেখা হলে যা হয় আর কী। ঠিক এইরকমই দৃশ্য তৈরি হয়। এক ফ্রেমে গোটা ভারতীয় সিনেমা।’
এ বার ফের এক ছবিতে দেখা মিলবে অমিতাভ এবং রজনীকান্তের। অমিতাভ-রজনীকান্তকে একসঙ্গে দেখা যাবে ‘বেট্টায়ন’ ছবিতে। রজনীকান্তের ৭৩তম জন্মদিনে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ছবি দিয়েই তামিল ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হবে অমিতাভের। সম্প্রতি ছবির একটি পোস্টার প্রকাশ্যে এসেছে। হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে রজনীকান্তকে। শোনা যাচ্ছে, এই ছবিতে অমিতাভের চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। চলতি বছরের অক্টোবরে আসতে চলেছে এই ছবি। দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।