বাংলা নিউজ > ঘরে বাইরে > টানা ৬ দিন সস্তা হল সোনা, বিয়ের মরশুমে মাত্র এক সপ্তাহে দাম কমল ১,৮০০ টাকা

টানা ৬ দিন সস্তা হল সোনা, বিয়ের মরশুমে মাত্র এক সপ্তাহে দাম কমল ১,৮০০ টাকা

ভারতীয় বাজারে টানা ছ'দিন কমল সোনার দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

বিয়ের মরশুমের মধ্যে ভারতীয় বাজারে টানা ছ'দিন কমল সোনার দাম। সার্বিকভাবে এক সপ্তাহে ১০ গ্রাম সোনার দাম কমেছে ১,৮০০ টাকা। যা খুচরো ব্যবসায়ী এবং ক্রেতাদের স্বস্তি দিয়েছে। সেইসঙ্গে সোমবার কমেছে রুপোর দামও। 

টানা ছ'দিন ভারতে কমল সোনার দাম। তার জেরে এক সপ্তাহে ভারতীয় বাজারে ১০ গ্রাম হলুদ ধাতুর দাম ১,৮০০ টাকা কমে গিয়েছে। সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.৭৫ শতাংশ কমে ঠেকেছে ৫১,৮৭৪ টাকায়। অন্যদিকে, এক কিলোগ্রাম সিলভার ফিউচার্সের দাম ১.৩ শতাংশ কমে ৬৫,৭৪৫ টাকা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারের গতিপ্রকৃতির জন্যই ভারতীয় বাজারে নিম্নমুখী আছে সোনার দাম। শক্তিশালী মার্কিন ডলারের জেরেই সোনা দুর্বল থাকছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আপাতত বিশ্ব বাজারে প্রায় দু'সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে হলুদ ধাতু। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৯২৮.০৮ ডলার। যা গত ৭ এপ্রিলের পর সর্বনিম্ন। ডলার সূচক আবার বেড়ে দাঁড়িয়েছে ১০১.২৬৫। সেই পরিস্থিতিতে অন্যান্য মুদ্রাধারীদের কাছে সোনার চাহিদা কিছুটা কমেছে। তারইমধ্যে এক আউন্স রুপোর দাম ০.২ শতাংশ কমে ঠেকেছে ২৪.১ ডলারে। সস্তা হয়েছে হিরেও।

ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে

সোমবার বাজার খোলার সময় কলকাতায় সোনা এবং রুপোর দাম কত থাকল?

• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫৩,১৫০ টাকা।

• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৫০,৪৫০ টাকা।

• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৫১,২০০ টাকা।

• এক কিলোগ্রাম রুপোর বাট - ৬৭,১০০ টাকা।

• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৬৭,২০০ টাকা।

 

বন্ধ করুন