বাংলা নিউজ > ঘরে বাইরে > False Mobile Connections: বাতিল করা হল ৬৪ লাখ ফোনের সংযোগ, মুখ দেখেই ধরে ফেলল সরকার

False Mobile Connections: বাতিল করা হল ৬৪ লাখ ফোনের সংযোগ, মুখ দেখেই ধরে ফেলল সরকার

৬৪ লাখ ফোনের ভুয়ো সংযোগ বাতিল করা হল। প্রতীকী ছবি। 

মূলত ফেসিয়াল রেকগনিশনের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার এই ভুয়ো সিমগুলি চিহ্নিত করা হয়েছে। একের পর এক ক্ষেত্রে দেখা গিয়েছে একই আধার কার্ড ব্যবহার করে গাদা গাদা সিম তোলা হয়েছে।

বিরাট পদক্ষেপ নিল ভারত সরকার। প্রায় ৬৪ লাখ ফোনের সংযোগকে বাতিল করলে কেন্দ্রীয় সরকার। মূলত এগুলিকে ভুয়ো বলে চিহ্নিত করা হচ্ছে। তার জেরেই এগুলিকে বাতিল করা হচ্ছে বলে খবর।

সূত্রের খবর, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অ্যান্ড ফেসিয়াল রিকগনিশন পাওয়ার্ড সলিউশন ফর টেলিকম সিম সাবস্ক্রাইবার ভেরিফিকেশনের মাধ্যমে এই সিমগুলিকে চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে দেখা গিয়েছে একই ব্যক্তির ছবি দেখিয়ে একাধিক সিম তোলা হয়েছে। খবর মানি কন্ট্রোল সূত্রে। 

এদিকে DoT-এর নিয়ম অনুসারে জানা গিয়েছে, একজন ব্যক্তি একটা আধার কার্ডের মাধ্যমে সর্বাধিক ৯টি সিম কার্ড তুলতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে একজন ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে শুধুমাত্র শ খানেক সিম তোলা হয়েছে এমনটাই নয়। অন্তত হাজার খানেক সিম তোলা হয়েছে একটি আধার কার্ড ব্যবহার করে। 

মূলত ফেসিয়াল রেকগনিশনের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার  এই ভুয়ো সিমগুলি চিহ্নিত করা হয়েছে। একের পর এক ক্ষেত্রে দেখা গিয়েছে একই আধার কার্ড ব্যবহার করে গাদা গাদা সিম তোলা হয়েছে। 

তবে উন্নত প্রযুক্তি ফেসিয়াল রেকগনিশন। এই পদ্ধতির মাধ্য়মে ফোনের সিম নেওয়ার সময় যে নথি জমা দেওয়া হয় তার সঙ্গে যুক্ত থাকা ছবি খতিয়ে দেখে বোঝা যায় আর কোথাও এই ধরনের ছবি যুক্ত পরিচয়পত্র দেখিয়ে সিম তোলা হয়েছে কি না। আর সেখানেই দেখা গিয়েছে হাজার হাজার সিম তোলা হয়েছে একই আধার কার্ড ব্যবহার করে। 

মানি কন্ট্রোলকে সি-ডটের সিইও রাজকুমার উপাধ্যায় জানিয়েছেন, ১৪০ কোটি কানেকশনের উপর এই পরীক্ষা করা হয়েছিল। এটা একটা জটিল প্রক্রিয়া। বিশ্বের কোথাও এতবড় ডেটাবেস নেই। সেটা খতিয়ে দেখা হয়েছে। মূলত যেটা দেখা গিয়েছে পরিচয় গোপন করে একই ব্যক্তি প্রচুর সিম কার্ড তুলেছেন। এটা নিয়মের মধ্য়ে পড়ে না। তবে ফটোগুলির মধ্যে মিল রয়েছে কি না সেটা দেখা হয়েছে। প্রতিটি মানুষের মুখের আলাদা একটা ব্যাপার রয়েছে। তার মধ্যে তাঁর ঠোঁট, চোখের গঠন রয়েছে যেটা তিনি লুকোনর চেষ্টা করলেও পারবেন না। আর সেখানেই তিনি ধরা পড়ে গিয়েছেন। 

 

 

পরবর্তী খবর

Latest News

ভিডিয়ো: শাকিবকে কেন শ্রীলঙ্কার তারকা পেসারের সঙ্গে তুলনা করলেন কোহলি চারিদিকে এবার সাজ সাজ রব, পুজোর আগেই পাঠান শারদীয়ার শুভেচ্ছা ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল 'কলেজ লাইফের সন্দীপের …', বালুরঘাট হাসপাতালের সুপার মুখ খুললেন 'সহপাঠী' কে নিয়ে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল নিম্নচাপের ভ্রূকূটির মধ্যে শনিতে ৫ জেলায় সতর্কতা, রবিতে ৬-তে, বৃষ্টি বাড়বে কবে? আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.