দীপাবলির প্রাক্কালে দীপোৎসবে গত সন্ধ্যায় অযোধ্যা সেজে ওঠে ১৫ লাখের বেশি প্রদীপে। এই আবহে উজ্জয়নীর রেকর্ড ভেঙে গিনিস বুকে নাম তুলল রামনগরী।
1/6রবিবার অযোধ্যায় দীপোৎসব উদযাপনের জন্য সরযূ নদীর তীরে ১৫ লাখের বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়। এর ফলে ফের একবার গিনেস বুকস অফ ওয়ার্ল্ডরেকর্ডে নাম ওঠে অযোধ্যার। (ছবি - এএনআই) (HT_PRINT)
2/6দীপোৎসব উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সবুজ বাজি ফাটানো হয়। পাশাপাশি ডিজিটাল বাজিও প্রদর্শিত হয়। (এএনআই) (HT_PRINT)
3/6রবিবার বিকেল সাড়ে চারটেয় অযোধ্যায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথমে রামমন্দির দর্শন করেন তিনি৷ এরপর তিনি সরযূ নদীর তীরে বাজি প্রদর্শনী দেখেন। (HT_PRINT)
4/6এর আগে গত বছর রাজকীয় দীপোৎসবের আয়োজন করে যোগী সরকার। সেখানে জ্বালানো হয় ১২ লক্ষ মাটির প্রদীপ। তাতে রেকর্ড তৈরি হয়েছিল। তার পরে উজ্জয়নীতে সেই রেকর্ড ভাঙা হয়েছিল। এবছর ফের একবার অযোধ্যা নিজেদের নামে রেকর্ড করল। (HT_PRINT)
5/6গতকাল ১৫ লক্ষ ৭৬ হাজার প্রদীপ জ্বালানো হয়েছিল। ২২ হাজার স্বেচ্ছাসেবক এই কাজ করেন। প্রত্যেকে ২৫৬টি করে প্রদীপ প্রজ্জ্বলনের দায়িত্ব নিয়েছেন। (HT_PRINT)
6/6গতকাল প্রধানমন্ত্রী দীপোৎসবের সূচনা করেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে শ্রী রামলালার দর্শন ও পুজো করেন মোদী। পরে রামমন্দির নির্মাণের কাজ পরিদর্সন করেন মোদী। (HT_PRINT)