বাংলা নিউজ > ঘরে বাইরে > Guinness World Records: একই দিনে সাত ভাই বোনের জন্মদিন, গিনেস রেকর্ড পাক পরিবারের, ওই তারিখটাকেই বাছলেন কেন?

Guinness World Records: একই দিনে সাত ভাই বোনের জন্মদিন, গিনেস রেকর্ড পাক পরিবারের, ওই তারিখটাকেই বাছলেন কেন?

এই সেই পরিবার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

গিনেস সংস্থা জানিয়েছে সমস্ত বাচ্চাই স্বাভাবিক প্রসবের মাধ্য়মে হয়েছে। কোনও ক্ষেত্রেই সিজার করা হয়নি। সবই নর্মাল ডেলিভারি।

আরফা জাভায়েদ

পাকিস্তানের লারকানা জেলার একটি পরিবার এবার গিনেস বুকে নাম তুলে ফেলল। এক অদ্ভূত কারণে তাদের নাম উঠেছে গিনেস বুকে। ৯জনের পরিবার। এই পরিবারে বেশির ভাগ সদস্য একই দিনে জন্ম নিয়েছেন। তার জেরেই নাম তুলল ওই পরিবার। 

আমির আর খুদিজা। এই দুজনের সাত সন্তান। সবথেকে বড় কথা তাদের যে সন্তান তাদের সকলের জন্ম তারিখ হল ১ অগস্ট। তাদের সন্তানদের মধ্য়ে সিন্ধু, সাসুই, স্বপ্না, আমির, অম্বর, আনমর, আহমার। তাদের বয়স ১৯-৩০ এর মধ্য়ে। তাদের প্রত্যেকের জন্ম তারিখ হল ১ লা অগস্ট। একই দিনে জন্মেছে এমন ভাইবোনেদের নিরিখিও তারা বিশ্ব রেকর্ড করেছে।

কিন্তু এভাবে ১ অগস্ট তারিখটাই তারা কেন বেছে নিলেন? তার পেছনেও একটা আশ্চর্য কারণ রয়েছে। আসলে ওই দিনটা হল তাদের বিবাহ বার্ষিকীর দিন। সেকারণেই তারা ওই বিয়ের তারিখটা স্মরণীয় করে রাখতে চান। সেকারণে একেবারে হিসাব কবে বিয়ের ঠিক এক বছরের মধ্য়ে তাদের প্রথম সন্তান হয়। কিন্তু তারপরেও যে এমন একই দিনে পর পর বাচ্চা হবে প্রথমটা তারা বুঝতে পারেননি।

এরপর দেখা যায় ১ অগস্ট ফের তাদের দুবার করে যমজ সন্তান হয়। আমির সংবাদমাধ্য়মে জানিয়েছেন, আমি খুব ভেবেচিন্তে বিষয়টি করেছি এমনটা নয়। কিন্তু হয়ে গিয়েছে। এদিকে গিনেস সংস্থা জানিয়েছে সমস্ত বাচ্চাই স্বাভাবিক প্রসবের মাধ্য়মে হয়েছে। কোনও ক্ষেত্রেই সিজার করা হয়নি। সবই নর্মাল ডেলিভারি। এমনকী কোনও ক্ষেত্রে আগেই সিজার করা হয়েছে এমনটা নয়। একেবারে ১ অগস্টেই প্রসব বেদনা আর ওই দিনই সন্তান প্রসব।

এদিকে ১ অগস্ট আবার আসছে। এখন থেকে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে পরিবার। আসলে এই দিনটাতে একেবারে অন্য় রকম আনন্দ। তবে এর আগে একেবারে সাধারণভাবে দিনটাকে পালন করা হত। তবে এখন দিনটাকে ঘিরে বাড়িতে একেবারে আনন্দের বন্যা বয়ে যায়। একই দিনে সাত সন্তানের জন্মদিন। তারা জানিয়েছেন, ১ অগস্ট একই দিনে সকলে মিলে কেক কেটে জন্মদিন পালন করেন। ভগবানের প্রতি কৃতজ্ঞ ওই পরিবার। তাদের দাবি, এভাবে একই দিনে সকলের জন্মদিন। সেক্ষেত্রে ভগবানের কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ। সেই সঙ্গেই তারা জানিয়েছেন, আমরা ভীষণ কৃতজ্ঞ। একই দিনে আমাদের ভাই বোনেদের জন্মদিন। আমরা ভীষণ লাকি।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক সিইও হয়েও করেন HR-এর কাজ! নিজে হাতেই নতুন কর্মীদের চাকরি দেন Zomato CEO কলকাতায় 'আকাশ তিমি' বেলুগা XL, বিমানটি কত লম্বা জানেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.