বাংলা নিউজ > ঘরে বাইরে > Gyanvapi Case in Allahabad High Court: কার্বন ডেটিং করলে জ্ঞানবাপীর ‘শিবলিঙ্গে’র ক্ষতি হবে? ASI-কে প্রশ্ন আদালতের

Gyanvapi Case in Allahabad High Court: কার্বন ডেটিং করলে জ্ঞানবাপীর ‘শিবলিঙ্গে’র ক্ষতি হবে? ASI-কে প্রশ্ন আদালতের

জ্ঞানবাপী মসজিদ (ছবি - পিটিআই) (HT_PRINT)

বারাণসী আদালত কার্বন ডেটিংয়ের আবেদন খারিজ করে রায় দেয়, ‘যদি কার্বন ডেটিং বা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের অনুমতি দেওয়া হয় এবং যদি 'শিবলিঙ্গ'-এর কোনও ক্ষতি হয় তবে সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন হবে এবং এটি সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করতে পারে।’

জ্ঞানবাপী মসজিদের অজুখানায় একটি পাথরকে শিবলিঙ্গ বলে দাবি করা হচ্ছে বেশ কয়েকদিন থেকেই। মসজিদের সমীক্ষার পর থেকেই এই নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। এই আবহে এই পাথরের বয়স নির্ধারণ করা হলে জ্ঞানবাপী মসজিদের কোনও অংশের কোনও ক্ষতি হবে কি না, আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া তা জানতে চাইল এলাহাবাদ হাই কোর্ট। এর আগে হিন্দু পক্ষের আবেদন খারিজ করে বারাণসী আধালত রায় দেয়, মসজিদের অজুখানার পাথরের বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং করা যাবে না। সেই রায়ের বিরোধিতায় এলাহাবাদ হাই কোর্টে দায়ের হয়েছে মামলা। সেই মামলা গ্রহণ করেছে উচ্চ আদালত। এই আবহে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিজি-র উদ্দেশে নোটিশ জারি করেছে এলাহাবাদ হাই কোর্ট।

প্রসঙ্গত, বারাণসী আদালত কার্বন ডেটিংয়ের আবেদন খারিজ করে রায় দেয়, ‘যদি কার্বন ডেটিং বা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের অনুমতি দেওয়া হয় এবং যদি 'শিবলিঙ্গ'-এর কোনও ক্ষতি হয় তবে সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন হবে এবং এটি সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করতে পারে।’ সেই আদেশকে চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে তাৎক্ষণিক রিভিশন আবেদন করা হয়। এই আবহে আদালত এএসআই-এর কাছে জানতে চাইল যে সেই পাথরের কার্বন ডেটিং করা হলে মসজিদের স্থাপত্যেক কোনও ক্ষতি হবে কি না।

প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ থাকার দাবি করে সেখানে পুজো করার আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছিল বারাণসী আদালতে। হিন্দু পক্ষের সেই দাবি খারিজ করে পালটা মামলার আবেদন জানানো হয়েছিল। সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। পরে সুপ্রিম নির্দেশে সেই মামলা ফিরে আসে বারাণসী আদালতে। বারাণসী দায়রা আদালতে বিচারক একে বিশ্বেসের একক বেঞ্চ জানিয়ে দেয় যে হিন্দু পক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলা এগোবে। মুসলিম পক্ষ অঞ্জুমানে ইন্তেজামিয়া কমিটির আবেদন খারিজ করেন বিচারক। জ্ঞানবাপী মসজিদ মামলায় বারাণসী জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায় আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। এরই মাঝে সেই পাথরের কার্বন ডেটিংয়ের দাবি উঠেছিল হিন্দু পক্ষের একাংশের তরফে।

 

বন্ধ করুন