বাংলা নিউজ > ঘরে বাইরে > আপনার বাড়ির কুকুরটাও…খাড়গের ইঁদুর মন্তব্য নিয়ে তুলকালাম সংসদে, চেপে ধরেছে BJP

আপনার বাড়ির কুকুরটাও…খাড়গের ইঁদুর মন্তব্য নিয়ে তুলকালাম সংসদে, চেপে ধরেছে BJP

মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলনেতা(ANI Photo/Sansad TV) (ANI)

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আলওয়ারে বিরোধী দলনেতা আপত্তিকর মন্তব্য করেছেন। যে ভাষা তিনি ব্যবহার করেছেন সেটা দুর্ভাগ্যজনক।ভিত্তিহীন কথা তিনি বলছেন। তাঁকে ক্ষমা চাইতে হবে।

সপ্তর্ষি দাস,এলএন রাও

রাজস্থানের আলওয়ারে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কার্যত নাম না করে মোদীকে আক্রমণ করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছিলেন, উনি বাইরে সিংহের মতো কথা বলেন। কিন্তু ভেতরে ভেতরে তিনি ইঁদুর। আমরা দেশের সঙ্গে আছি। কিন্তু সরকার তথ্য় গোপন করছে। বিজেপিকে আক্রমণ করে তিনি সুর চড়ান, আপানাদের বাড়ির কুকুরটাও কি দেশের জন্য প্রাণ দিয়েছে? তাও আপনারা দেশভক্ত বলে দাবি করেন। আর আমরা কিছু বললেই আমাদের দেশদ্রোহী বলে দেগে দেওয়া হয়।

এনিয়ে খাড়গের মন্তব্যে তুমুল শোরগোল পড়ে সংসদে। কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল ক্ষমা চাইতে বলেছেন মল্লিকার্জুনকে। এনিয়ে খাড়গের দাবি, যা বলেছি তা রাজস্থানে। সংসদের বাইরে। সেটা নিয়ে এখানে আলোচনার কোনও ব্যাপার নেই। আবারও বলছি বিজেপির স্বাধীনতা যুদ্ধে কোনও ভূমিকা নেই। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী দেশের জন্য় প্রাণ উৎসর্গ করেছেন। আপনারা দেশের ঐক্যবদ্ধতার জন্য় আপনারা কতজন প্রাণ দিয়েছেন?

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আলওয়ারে বিরোধী দলনেতা আপত্তিকর মন্তব্য করেছেন। যে ভাষা তিনি ব্যবহার করেছেন সেটা দুর্ভাগ্যজনক।ভিত্তিহীন কথা তিনি বলছেন। তাঁকে ক্ষমা চাইতে হবে।

এদিকে এনিয়ে হাউজের চেয়ারম্যান জানিয়েছেন, উত্তেজনার বশে হাউজের বাইরে কিছু তিনি বলেছেন। সেই বক্তব্যের ভিত্তি থাকতেও পারে নাও থাকতে পারে। তার মানে এটা নয় যে যখন হাউজ লিডার বলবেন তখন অপরপক্ষ ডিসটার্ব করবেন আর বিরোধী দলনেতা যখন বলবেন তখন অপরপক্ষ বিরক্ত করবেন।

কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুও খাড়়গের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন।তবে রাজস্থানের মন্তব্য নিয়ে সংসদে ক্ষমা চাইতে একেবারেই রাজি নন বিরোধী দলনেতা।

 

 

বন্ধ করুন