বাংলা নিউজ > ঘরে বাইরে > Hindu Rashtra: 'কেউ না মানতেই পারেন, হিন্দুস্তান কিন্তু হিন্দুরাষ্ট্র,' সাফ কথা RSS প্রধানের

Hindu Rashtra: 'কেউ না মানতেই পারেন, হিন্দুস্তান কিন্তু হিন্দুরাষ্ট্র,' সাফ কথা RSS প্রধানের

আরএসএস প্রধান মোহন ভাগবত (ANI Photo) (ANI)

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, জনতার জনমত তৈরিতে মিডিয়ার ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে ঠিকঠাক ধারণাকে সামনে রেখে সাধারণ মানুষের এগিয়ে আসা দরকার।

প্রদীপ কুমার মৈত্র

একদিকে বিজেপিকে কোণঠাসা করতে কার্যত ঝাঁপিয়ে পড়লেন ইন্ডিয়া জোটের লোকজন। আর সেই সময়তেই হিন্দত্ব নিয়ে বোমা ফাটালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি সাফ জানিয়ে দিলেন হিন্দুস্তান হল হিন্দু রাষ্ট্র। এটাই সত্যি। কিছু মানুষ মানুন আর নাই মানুন। এটাই আসল কথা।

মারাঠি দৈনিক তরুণ ভারতের মধুকর ভবনের উদ্বোধন উপলক্ষ্যে বক্তব্য রাখেন মোহন ভাগবত। তিনি বলেন, হয়তো একাংশ মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য এটা বিশ্বাস করেন না। কিন্তু এটা জেনে রাখা দরকার, এটা হিন্দুদের ভূমি, এখানে হিন্দু সংস্কৃতি। এখানে সবার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, এটা একটা হিন্দুদেশ। বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করেন। তবে কিছু মানুষ এটা এখনও মানেন না। কিছু মানুষ জানেন কিন্তু দেখাতে চান না।

তিনি জানিয়েছেন, দেশ গঠনে মিডিয়ার এগিয়ে আসা দরকার। দেশ যাতে বিশ্বের অন্যতম শক্তি হয়ে দাঁড়ায় সেটা দেখা দরকার।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, জনতার জনমত তৈরিতে মিডিয়ার ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে ঠিকঠাক ধারণাকে সামনে রেখে সাধারণ মানুষের এগিয়ে আসা দরকার।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মিডিয়ার এগিয়ে আসা দরকার। মিডিয়ার ইতিবাচক ভূমিকা নিয়ে এগিয়ে আসা দরকার। নেতিবাচক মনোভাবকে দূরে রাখা দরকার। ব্যবসার আগে আদর্শকে সামনে আনা দরকার।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন,বর্তমানে মিডিয়ার প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যপক উন্নতি হয়েছে। এর জেরে মিডিয়ার ব্যপক পরিবর্তন হয়েছে। যারা এই পরিবর্তনকে মানতে পারছে না তারা পিছিয়ে পড়বে। বললেন ফড়নবিশ।

কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। লক্ষ্যকে স্থির করাটা অত্যন্ত প্রয়োজন। একটি সংবাদপত্রের একটা পরিচয় থাকা দরকার। সংবাদপত্রের একটা পরিচয় থাকা উচিত। পাঠকদের সেই মিডিয়ার প্রতি ভালোবাসা থাকা দরকার যাদের একটা আদর্শগত ব্যাপার রয়েছে।

 

 

বন্ধ করুন