২৬ জানুয়ারি, ২০২৪ সাল, ভারতীয় প্রজাতন্ত্রের জন্মদিন। এদিন ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে ভারত। প্রস্তুত হচ্ছে গোটা দেশ। দিল্লির কর্তব্য পথে শহীদ স্মরণে চলবে গুলি, হবে কুচকাওয়াজ। এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হবেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। ভারত ও ফ্রান্সের মধ্যে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে ম্যাক্রোঁর উপস্থিতি।
প্রজাতন্ত্র দিবস উদযাপনের কেন্দ্রবিন্দু হল নয়াদিল্লিতে কার্তব্য পথে (রাজপথ) প্রজাতন্ত্র দিবস প্যারেড। সশস্ত্র বাহিনীর তিনটি শাখার সৈন্যদলই হবে এই সামরিক দিনের মূল ধারক। বাইকারদের রোমাঞ্চকর পারফরম্যান্স সহ ভারতের সামরিক শক্তি প্রদর্শন এদিন আরও বিশেষ করে তুলবে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসকে। শুধুমাত্র যে সামরিক প্রদর্শনকে কেন্দ্র করেই এই অনুষ্ঠান হবে, তা কিন্তু একেবারেই নয়। ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধ প্রদর্শনও করা হবে এদিন। দেশের রাজ্যগুলি প্রাণবন্ত লোকসংগীত এবং নৃত্য পরিবেশনার সঙ্গে, এই দিনটিকে উদযাপন করবে।
- প্রজাতন্ত্র দিবসে ভারতে ফরাসি সেনাবাহিনীর কুচকাওয়াজ
ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ফরাসি সেনাবাহিনীর মেলবন্ধন হবে ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে। অর্থাৎ, এবারের কুচকাওয়াজ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে। প্রথমবারের মতো, ফরাসি সৈন্যদের একটি দল তাদের ভারতীয় সমকক্ষদের পাশাপাশি মার্চ করবে, যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে। এই সহযোগিতামূলক কার্যকারিতা আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়
(AFP)- কেন ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়?
১৫ আগস্ট মনে করায় ভারত স্বাধীন। আর ২৬ জানুয়ারি মনে করায় গণতান্ত্রিক ভারতের কথা। ব্রিটিশ শাসনের শৃঙ্খল ঝেড়ে ফেলে, এই ২৬শে জানুয়ারীই প্রজাতন্ত্র দিবসটি ভারতের গণতান্ত্রিক সংবিধানের জন্ম উদযাপন করে। এই তারিখটি এতটাই অনন্য তাৎপর্য ধারণ করে, যা জাতির ইতিহাসে সারা জীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নিশ্চয়ই ভাবছেন কী সেই তাৎপর্য, চলুন জেনে নিই।
১৯৪৭ সালে স্বাধীনতার পর, ডক্টর বিআর আম্বেদকরের নেতৃত্বে একটি দল একটি সংবিধান রচনার প্রস্তাব পেশ করা হয়েছিল। দুই বছরের দীর্ঘ আলোচনার পর, ২৪ জানুয়ারী, ১৯৫০-এই সংবিধান গৃহীত হয়। ওই সংবিধান কোনো সাধারণ দলিল ছিল না। এটি ছিল নতুন প্রজাতন্ত্রের প্রাণ, একটি গণতান্ত্রিক, সমতাবাদী এবং ন্যায়পরায়ণ সমাজের কাঠামো। গৃহীত হওয়ার দুই দিন পরে সংবিধানটি ২৬ জানুয়ারী, ১৯৫০ সালে কার্যকর করা হয়, গড়ে ওঠে সার্বভৌম গণ-প্রজাতান্ত্রিক ভারত।