বাংলা নিউজ > ঘরে বাইরে > ইমরানের গ্রেফতারির পরই পাক সেনা হেডকোয়ার্টারে ধুন্ধুমার! ক্ষিপ্ত সমর্থকরা আগুন জ্বালালেন কমান্ডারের বাসভবনে

ইমরানের গ্রেফতারির পরই পাক সেনা হেডকোয়ার্টারে ধুন্ধুমার! ক্ষিপ্ত সমর্থকরা আগুন জ্বালালেন কমান্ডারের বাসভবনে

যে মামলা নিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়েছে, সেটি হল আল কাদির ট্রাস্ট মামলা। এই মামলা ইমরান, তাঁরা স্ত্রী বুশারা বিবি, তাঁদের ঘনিষ্ঠ জুলফিকার বুখারি, বাবর আওয়ানকে ঘিরে।