ইমরানের গ্রেফতারির পরই পাক সেনা হেডকোয়ার্টারে ধুন্ধুমার! ক্ষিপ্ত সমর্থকরা আগুন জ্বালালেন কমান্ডারের বাসভবনে
Updated: 09 May 2023, 10:21 PM ISTযে মামলা নিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়েছে, সেটি হল আল কাদির ট্রাস্ট মামলা। এই মামলা ইমরান, তাঁরা স্ত্রী বুশারা বিবি, তাঁদের ঘনিষ্ঠ জুলফিকার বুখারি, বাবর আওয়ানকে ঘিরে।
পরবর্তী ফটো গ্যালারি