কিছুদিন আগেই মুম্বইয়ে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালনার ঘটনায় হইচই পড়ে গিয়েছিল। খানিকটা ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে কানাডার টরোন্টোয়। সেখানে মঙ্গলবার দুপুরে র্যাপার ড্রেকের বাড়ির বাইরে চলেছে গুলি। যে ঘটনায় এক নিরাপত্তারক্ষী গুরুতর জখম হয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় সময় ড্রেক সুরক্ষিত রয়েছেন বলেছেন বলেই খবর। তবে ঘটনার সময় ড্রেক নিজের বাড়িতে ছিলেন কিনা, তা স্পষ্ট নয়। তবে তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীর বুকে এবং একাধিক জায়গায় গুলি লেগেছে, তাঁর পরিস্থিতি সঙ্কটজনক বলেই খবর। ঘটনার পর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন-শ্যুটিংয়ে খিমচে রক্তারক্তি কাণ্ড! তবু অনামিকা সাহা বলছেন, ‘ওঁর কোনও দোষ নেই…’
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে টরেন্টো পুলিশ। এবিষয়ে পুলিশ জানিয়েছে মঙ্গলবার দুপুর ২টা নাগাদ টরন্টোর সমৃদ্ধ ব্রাইডল পাথ এলাকায় গুলি চালানো হয়। টরন্টো পুলিশ ইন্সপেক্টর পল ক্রাকজিক বলেছেন, 'গুলি চালানোর ঘটনায় সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে এবং আহত গার্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।'
এবিষয়ে টরেন্টোর মেয়র জানিয়েছেন, ‘এশহরে এধরনের ঘটনাকে কখনওই মেনে নেওয়া হয় না। শীঘ্রই অপরাধীরা পুলিশের জালে আটকা পড়বে।’
এদিকে কিছুদিন আগে র্যাপার ড্রেকের সঙ্গে গীতিকার, র্যাপার কেন্ড্রিক লামারের ঝামেলার খবর শিরোনামে উঠে এসেছিল। যদিও জানা যায়, তাঁদের মধ্যে দ্বন্দ্ব নাকি বহু পুরনো। যদিও গুলি চালনার ঘটনার সঙ্গে এই দ্বন্দ্বের কোনও সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়। পুরো বিষয়টিই এখন পুলিশের কাছে তদন্ত সাপেক্ষ।প্রসঙ্গত, এই মুহূর্তে র্যাপার ড্রেক কানাডার অন্যতম 'বেস্ট সেলিং আর্টিস্ট'।