HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > সূক্ষ সুতোর উপর কীভাবে হাঁটতে হয়, বিতর্কের মাঝেই RSS-র দফতরে দেখান আজীবন 'কংগ্রেসি' প্রণববাবু

সূক্ষ সুতোর উপর কীভাবে হাঁটতে হয়, বিতর্কের মাঝেই RSS-র দফতরে দেখান আজীবন 'কংগ্রেসি' প্রণববাবু

রেশিম বাগ ময়দানের ভাষণে প্রণববাবুর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও অসামান্য প্রজ্ঞার ঝলক বারেবারে মিলছিল।

২০১৮ সালের ৭ জুন নাগপুরে সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে প্রণব মুখোপাধ্যায় (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

আজীবন ‘কংগ্রেসি’। তিনিই কিনা শেষে আরএসএসের সদর দফতরে যাবেন? তা নিয়ে কম বিতর্ক হয়নি। শুরু হয়েছিল রাজনৈতিক গুঞ্জন। তিনি কী ভাষণ দেন, তা নিয়ে চলছিল জলঘোলা। 

কিন্তু যাবতীয় বিতর্ক, গুঞ্জন সত্ত্বেও ২০১৮ সালের ৭ জুন নাগপুরে সংঘের সদর দফতরে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। যা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানাচ্ছিল কংগ্রেস। তাতে অবশ্য বিচলিত হননি প্রণববাবু। আদ্যোপান্ত কংগ্রেসি হয়েও সংঘের প্রথা মেনে কেশব বলিরাম হেডগেওয়ারের বাসভবনে গিয়েছিলেন। ভিজিটর্স বুকে প্রণববাবু লিখেছিলেন, ‘হেডগেওয়ার ভারতমাতার মহান সন্তান’। তাঁর স্মারকে গিয়েছিলেন। যে হেডগেওয়ারের নীতিকে চিরকাল আক্রমণ করে এসেছে কংগ্রেস। তার জেরে চূড়ান্ত অস্বস্তিতেও পড়েছিল শতাব্দীপ্রাচীন দলটি। 

রাজনৈতিক মহলের একাংশের মত ছিল, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সচেতনভাবেই কংগ্রেসের সঙ্গে প্রণববাবুর তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। প্রণববাবুর মতো ‘ক্রাইসিস ম্যান’ ও পোড়খাওয়া রাজনীতিবিদকে কংগ্রেস থেকে দূরে সরিয়ে রাখলে তাতে আখেরে বিজেপির লাভ হবে মনে করেছিলেন অনেকে। ফলে অন্য বছর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রশিক্ষণ শিবিরের যে সমাপ্তি অনুষ্ঠান ঘিরে কোনও আলোচনা হয় না, ২০১৮ সালে সেই অনুষ্ঠানই সারাদেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে। সেদিকেই নজর ছিল দেশের।

দিনের শুরুতে প্রণববাবুর অবশ্য প্রথা মেনে কাজের নজির রেখেছিলেন প্রণববাবু। পরের দিকে প্রমাণ করেছিলেন, ভেবেচিন্তে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন তিনি। প্রস্তুতিতেও কোনও ফাঁক ছিল না। বিশেষত রেশিম বাগ ময়দানের ভাষণে প্রণববাবুর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও অসামান্য প্রজ্ঞার ঝলক বারেবারে মিলছিল। 

কংগ্রেসের রাজনৈতিক জীবন থেকে রাষ্ট্রপতির কার্যকাল - বরাবরই বহুত্ববাদের পক্ষে সওয়াল করে এসেছিলেন প্রণববাবু। সংঘের মঞ্চে দাঁড়িয়েও সেই একই বার্তা দিয়েছিলেন তিনি। নিজের বক্তৃতায় বারেবারে বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, সহিষ্ণুতার শিক্ষা দিয়েছিলেন। অসহিষ্ণুতা নিয়ে দেশের বিভিন্ন মহলে ঝড় ওঠার মধ্যে আরআরএসের ডেরায় দাঁড়িয়ে বলেছিলেন, 'সহিষ্ণুতাই আমাদের শক্তি।' ঘৃণা, অসহিষ্ণুতার মতো বিষয়গুলি জাতি হিসেবে ভারতবাসীর পরিচয় গুলিয়ে দেবে বলেও মন্তব্য করেছিলেন প্রণববাবু।

তবে শুধু যে সংঘকে পাঠ পড়িয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি, তা একেবারেই নয়। কংগ্রেসের প্রধানমন্ত্রীদের নাম তেমন উচ্চারণই করেননি। বরং দেশীয় রাজ্যগুলিকে ভারতে যুক্ত করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে ধন্যবাদ জানিয়েছিলেন। যিনি কংগ্রেস নেতা হওয়া সত্ত্বেও বিজেপির নয়নের মণি হয়ে উঠেছিলেন। 

তা সত্ত্বেও অবশ্য প্রণববাবুকে কংগ্রেসের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। ‘ব্যথিত’ হয়েছিলেন দেশের কংগ্রেসকর্মীরা। বামেরাও প্রণববাবুর নাগপুর সফরকে ভালোভাবে নিতে পারেনি। সংঘের মঞ্চ দাঁড়িয়ে প্রণববাবু মহাত্মা গান্ধীর হত্যাকারীদের প্রসঙ্গও তুলে ধরতে পারতেন বলে বামেদের তরফে প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল।

সেই বিতর্ক সত্ত্বেও সূক্ষ সুতোর উপর দিয়ে কীভাবে হেঁটে যেতে হয়, তা সেই অনুষ্ঠানে দেখিয়ে দিয়েছিলেন প্রণববাবু। নিজের দক্ষতা, পাণ্ডিত্যকে হাতিয়ার করে সেই কাজটা অনায়াসে করতে পেরেছিলেন তিনি।

ঘরে বাইরে খবর

Latest News

ক্ষমতায় ফিরলেই সংবিধান বদলে দেবে, তবে এখন বলছে…তোপ প্রিয়াঙ্কার রোজ টিভিতে চার ছক্কার ফুলঝুরি, তবুও ওটিটিতে নজর কাড়ল চমকিলা, লজ্জার ভিউজ চঞ্চল তুলির টানে অপরূপা লগ্নজিতা, মুগ্ধ গায়িকা লিখলেন, ‘জীবনে অনেক পেয়েছি…’ অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস কলকাতায় ৪২ ডিগ্রির কাউন্টডাউন শুরু? রবিতে বৃষ্টি কোথায়? রইল আবহাওয়ার খবর মহিলারা কি গর্ভাবস্থায় অ্যালকোহল পান করতে পারেন? কী বলছে গবেষণা রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.