বাংলা নিউজ > ঘরে বাইরে > Imran Khan: আমাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, ওয়াশরুমেও যাচ্ছি না, আতঙ্কে ইমরান: Report

Imran Khan: আমাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, ওয়াশরুমেও যাচ্ছি না, আতঙ্কে ইমরান: Report

ইমরান গ্রেফতার হওয়ার পরেই পাকিস্তানে অশান্তির আগুন। এএফপি (AFP)

ইমরান খানকে গ্রেফতার করার পরেই করাচি, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, লাহোর সহ পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় অশান্তি একেবারে চরমে।

গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। জ্বলছে পাকিস্তান। তার মাঝেই সামনে এল বিস্ফোরক তথ্য়। সূত্রের খবর, কোর্টের শুনানির সময় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আমি ওয়াশরুমে যাইনি। আমি ভয় পাচ্ছি ওরা হয়তো আমায় মেরে ফেলবে। ওরা আমাকে ইঞ্জেকশন দিয়ে দেবে। আর আমি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাব। বিস্ফোরক দাবি ইমরানের। প্রসঙ্গত মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্টের বাইরে আধা সামরিক বাহিনী ইমরান খানকে গ্রেফতার করে।

তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে ইমরান খানকে। এনএবির ৮দিনের হেফাজতে পাঠানো হয়েছে ইমরানকে। একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর। ন্যাশানাল অ্যাকাউন্টেবেলিটি ব্যুরো ১৪ দিনের রিমান্ড চেয়েছিল। তবে ৮দিনের রিমান্ড মিলেছে।

ইমরানের স্ত্রীর বিরুদ্ধে পুরোদমে তদন্ত চলছে। তাঁর বিরুদ্ধে বিপুল সম্পত্তি করার অভিযোগ। যার জেরে পাকিস্তানের জাতীয় সম্পত্তির প্রায় ১৯০ মিলিয়ন পাউন্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল। এদিকে তোষাখানায় মামলায় অভিযুক্ত ইমরান। তিনি নাকি একাধিক বিলাসবহুল গাড়ি উপহার হিসাবে পেয়েছিলেন। কিন্তু সেটা তিনি সরকারি তালিকাভুক্ত করেননি। তিনি সরকারি উপহারকে ব্যক্তিগত বলে চালিয়ে দিয়েছিলেন। তিনি এভাবে আইন ভেঙেছিলেন বলে অভিযোগ।

এদিকে ইমরান খানকে গ্রেফতার করার পরেই করাচি, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, লাহোর সহ পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় অশান্তি একেবারে চরমে। বিভিন্ন জায়গায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় সেনা নামাতে হয়েছে। অশান্তি মোকাবিলায় বিশাল বাহিনী নামানো হয়েছে। কিন্তু তবুও থামছে না অশান্তি। বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো হচ্ছে। চলছে ভাঙচুর। ইমরান অনুগামীরা দলে দলে নেমেছেন রাজপথে। চলছে তাণ্ডব। তার মধ্য়েই সামনে এল ধৃত ইমরানের বিস্ফোরক দাবি। সূত্রের খবর, তিনি নিজেই বলেছেন তাকে মেরে ফেলা হতে পারে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন