বাংলা নিউজ > ঘরে বাইরে > মাধ্যমিকের রেজাল্ট দেখালেন IAS আধিকারিক, অঙ্কে পেয়েছিলেন ৩১, আজ তিনিই আইএএস

মাধ্যমিকের রেজাল্ট দেখালেন IAS আধিকারিক, অঙ্কে পেয়েছিলেন ৩১, আজ তিনিই আইএএস

অবনীশ কুমার, আইএএস

নেটিজেনরা বলছেন পরীক্ষার মার্কশিটই সব নয়। নিষ্ঠা আর পরিশ্রম করলে সাফল্য আসবেই। একজন লিখেছেন, আপনি জানেন না কতটা অনুপ্রেরণা আপনি দিলেন। আমিও দশম শ্রেণিতে কম নম্বর পেয়েছি। তারপরেও আমি UPSC'র জন্য তৈরি হচ্ছি। আমিও ৩১৪ পেয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছিল শুধু টপাররাই আইএএস হন। সেই ধারনা আপনি ভেঙে দিলেন।

গুরযন্ত পান্নু

আইএএস আধিকারিক অবনীশ শরন। দশম শ্রেণির একটি মার্কশিট শেয়ার করেছেন তিনি। এটি তাঁরই দশম শ্রেণির পরীক্ষার রেজাল্ট। আর সেই রেজাল্টে দেখা যাচ্ছে তিনি থার্ড ডিভিশনে পাশ করেছিলেন। আর সেই থার্ড ডিভিশনে পাশ করা কিশোরই এখন প্রশাসনের সর্বোচ্চ পদে। এই মার্কশিট নজর কেড়েছে নেটিজেনদের।

তিনি ২০০৯ ব্যাচের IAS। ছত্তিশগড় ক্যাডারের অফিসার তিনি। ১৯৯৬ সালে তিনি দশম শ্রেণিতে পাশ করেছিলেন। বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের পরীক্ষার সেই রেজাল্ট শেয়ার করেছেন তিনি। একেবারেই আহামরি কোনও নম্বর পাননি তিনি। সেখানে দেখা যাচ্ছে ৭০০র মধ্য়ে ৩১৪ পেয়েছেন তিনি।অর্থাৎ তিনি সেই সময় ৪৪.৮৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। তিনি দশম শ্রেণিতে অঙ্কে পেয়েছিলেন ১০০তে ৩১, ইতিহাসে ৫০য়ে ২৪, ভূগোলে ৫০এর মধ্যে পেয়েছিলেন ১৯। কিন্তু সেই ছাত্রই এখন আইএএস।

নেটিজেনরা বলছেন পরীক্ষার মার্কশিটই সব নয়। নিষ্ঠা আর পরিশ্রম করলে সাফল্য আসবেই। একজন লিখেছেন, আপনি জানেন না কতটা অনুপ্রেরণা আপনি দিলেন। আমিও দশম শ্রেণিতে কম নম্বর পেয়েছি। তারপরেও আমি UPSC'র জন্য তৈরি হচ্ছি। আমিও ৩১৪ পেয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছিল শুধু টপাররাই আইএএস হন। সেই ধারনা আপনি ভেঙে দিলেন।

 

অপর একজন লিখেছেন, আমিও ১৯৯৬ ব্যাচের স্টুডেন্ট। আমি জানি সেবছর পরীক্ষায় পাশ করা কতটা কঠিন ছিল। তবে তাঁরাই এখন সফল। অপর একজন লিখেছেন, ইচ্ছা থাকলে উপায় হয়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আপনি প্রেরণা।

অপর একজন আইএএসের মার্কশিট শেয়ার করে Awanish Sharan লিখেছেন, ইংরাজিতে ৩৫, অঙ্কে ৩৬ ও বিজ্ঞানে ৩৮ পেয়েছিলেন তিনি। সবাই বলতেন কিছু হবে না ওর দ্বারা। তিনিই আজ IAS।

বন্ধ করুন