মহিলাদের গর্ভনিরোধক ট্যাবলেট বহু বছর ধরেই রয়েছে বাজারে। তবে এবার পুরুষদের জন্যেও কন্ট্রাসেপটিভ আনল আইসিএমআর। রিসাগ নামের এই কন্ট্রাসেপটিভ অবশ্য ট্যাবলেট নয়, বরং ইনজেকশন। সম্প্রতি এই নিয়ে একটি রিপোর্টও প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, পুরুষদের জন্য আইসিএমআর-এর তৈরি কন্ট্রাসেপটিভ ৯৯.০২ শতাংশ কার্যকর। রিপোর্ট অনুযায়ী, মেডিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, এই কন্ট্রাসেপটিভ নিলে পুরুষদের সিমেনে স্পার্ম থাকে না। ৯৭.৬ শতাংশ ক্ষেত্রে এমনটা দেখা যায়। তবে মোটের ওপর এই কন্ট্রাসেপটিভ নিলে ৯৯.০২ শতাংশ ক্ষেত্রে অবাঞ্ছিত গর্ভধারণ রোখা সম্ভব বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এই নিয়ে এক গবেষক, আরএস শর্মা জানান, পরীক্ষায় এই কন্ট্রাসেপটিভ দারুণ ফল দেখিয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আধুনিক কালে এই কন্ট্রাসেপটিভ বেশ জনপ্রিয় হতে পারে বলেও তাঁর আশা। (আরও পড়ুন: চুপিসারে জারি নির্দেশিকা, কালীপুজোয় বিনামূল্যে মিলবে ১টি গ্যাস সিলিন্ডার)
উল্লেখ্য, ২০১৯ সালেই হিন্দুস্তান টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছিল যে বিশ্বের প্রথম পুরুষ কন্ট্রাসেপটিভ তৈরির পথে এগোচ্ছে ভারত। তবে কোভিডের জেরে এই ক্ষেত্রে গবেষণ বাধাপ্রাপ্ত হয়েছিল। তবে সম্প্রতি এই গবেষণার ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, কনট্রাসেপটিভ ইনজেকশন নেওয়ার ২১ দিন পর দেখা যাচ্ছে, ৭৭.২ শতাংশের সিমেনে স্পার্ম ছিল না। ১৩.৫ শতাংশের সিমেনে স্বল্প স্পার্ম ছিল। তবে ইনজেকশন নেওয়ার ৬ মাস পর দেখা যাচ্ছে ৯৭.২ শতাংশের সিমেনে স্পার্ম নেই। আর ইনজেকশন নেওয়ার ১ বছর পর ৯৭.৩ শতাংশের সিমেনে স্পার্ম নেই।
আরও পড়ুন: বিরাট স্টাইলে বাউন্ডারি মারল সরকার, কালীপুজোর আগে অবশেষে বাড়ল ডিএ
রিপোর্টে উল্লেখ করা হচ্ছে, কন্ডোম ফেটে যাওয়ার আশঙ্কার থেকেও এই কন্ট্রাসেপটিভ ইনজেকশনের ফেল করার হার কম। দাবি করা হয়েছে, পুরুষদের জন্য গোটা বিশ্বে এটাই প্রথম গর্ভনিরোধক। এই কন্ট্রাসেপটিভ ইনজেকশন তৈরির জন্য ৭ বছর গবেষণা করেছেন বিজ্ঞানীরা। গবেষণার জন্য ৩০৩ জন্য সুস্থ পুরুষকে এই ইনজেকশন দেওয়া হয়। এদিকে লোকেরা এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেনি বলে জানা যাচ্ছে রিপোর্টে। বিজ্ঞানীরা বলছেন, ১৩ বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে এই ইনজেকশনের প্রভাব। কীভাবে দেওয়া হয় এই কন্ট্রাসেপটিভ ইনজেকশন? জানা গিয়েছে, প্রথমে লোকাল অ্যানাসথেশিয়া দেওয়া হয়, তারপরে শুক্রাণুর নালীতে ইনজেকশন দেওয়া হয়।