সামনেই গুজরাট ভোট। তার আগে জয়ের লক্ষ্যে প্রচারের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এরইমধ্যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। ইস্তেহারে কংগ্রেস গুজরাটে ক্ষমতায় এলে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম বদলে সর্দার প্যাটেল স্টেডিয়াম করার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও, একাধিক কর্মসংস্থান, মহিলাদের ভাতা এবং কৃষি ঋণ মুকুবের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে দলের ইস্তেহার প্রকাশ করে প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, গুজরাটবাসীদের জন্য রাজ্যে ১০ লক্ষ কর্মসংস্থান করা হবে। কংগ্রেসের ইস্তেহারে আরও বলা হয়েছে, সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা হবে এবং রাজ্যের প্রতিটি বিধবা এবং বয়স্ক মহিলাদের মাসে ২ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
ইস্তেহারে কংগ্রেস দাবি করেছে, গুজরাটে ৩ হাজারটি ইংরেজি মাধ্যম স্কুল খোলা হবে এবং রাজ্যে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। ৩ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুবেরও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এছাড়াও, ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। প্রতিটি বেকার যুবককে মাসে ৩ হাজার টাকা ভাতা এবং রান্নার গ্যাসে ৫০০ টাকা ভর্তুকি দেওয়ার কথাও জানিয়েছে কংগ্রেস।
ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে গুজরাটের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে গেহলট বলেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে গত ২৭ বছরের দুর্নীতির সমস্ত অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে। পাশাপাশি গুজরাটের বাসিন্দাদের সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত ওষুধ বিনামূল্যে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি কংগ্রেসের।