বিশ্বের প্রতিটি দেশেই শেষ কয়েক বছরে বেড়েছে পেট্রোলের দাম। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বাতাবরণে তরল সোনার দাম আরওই ঊর্ধ্বমুখী। এরই মাঝে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি'র মন্তব্য সাড়া ফেলেছে সংশ্লিষ্ট মহল ও নাগরিকদের মধ্যে। বিগত দু'বছরে ভারতের পেট্রোলের দাম বেড়েছে ২.৩ শতাংশ, আর পাকিস্তানের আর পাকিস্তানে বৃদ্ধির পরিমাণটা ৫০.৮৩ শতাংশ, এই তথ্যই তুলে ধরেন পেট্রোলিয়াম মন্ত্রী।
সমগ্র বিশ্বজুড়ে পেট্রোলের দামের ভিত্তিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, ২০২১ সালের জুন থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ভারতে পেট্রোলের দাম ২.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে পাকিস্তানে দাম বৃদ্ধির হার ৫০.৮৩ শতাংশ। মন্ত্রী হরদীপ সিং পুরি আরও বলেন, দুই বছরে শ্রীলঙ্কায় পেট্রোলের দাম বেড়েছে প্রায়, ৮০ শতাংশ। বৃদ্ধির হারে পিছিয়ে নেই ছোট থেকে বড় কোনও রাষ্ট্রই। নেপালে বৃদ্ধির হার ৪২ শতাংশের কাছাকাছি। অন্য দিকে প্রথম বিশ্বের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ও কানাডায় পেট্রোলের দাম বৃদ্ধির হার যথাক্রমে ৩০.১৫ শতাংশ এবং ২৪.১৭ শতাংশ। পেট্রোলের পাশাপাশি ডিজেলের দামও তুলে ধরেন দেশের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী পুরি। ভারতে ডিজেলের দাম গত দুই বছরে বেড়েছে প্রায় পাঁচ শতাংশ আর প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তানে ৪০ শতাংশের কাছাকাছি মূল্য বৃদ্ধি হয়েছে বলে উল্লেখ করেন পুরি।
প্রসঙ্গত চলতি অগস্ট মাসে জুড়ে ভারতের অধিকাংশ রাজ্যে জালানির দর অপরিবর্তিত রয়েছে। সাম্প্রতিক সময়ে কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৬ টাকার কাছাকাছি ঘোরাফেরা করেছে। বর্তমানে ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। ভারত সরকারের ধার্য করা আবগারি শুল্ক প্রতি লিটারে ২১ টাকা ধার্য রয়েছে। এই মূল্য সংযোজন কর অবশ্য দেশের বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা। সাধারণও দেশের মেগা সিটিগুলিতে পেট্রোল-ডিজেলের দাম তুলনামূলক বেশি।
দেশে পেট্রোলের দর সবচেয়ে বেশি রয়েছে হায়দ্রাবাদে। দক্ষিণের শহরটিতে বর্তমানে পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা করে আর ডিজেলের দর রয়েছে ৯৭.৮২ টাকা। সব মিলিয়ে তরল সোনার দাম উর্ধ্বমুখী হলেও প্রতিবেশি দেশ পাকিস্তান বা নেপালের তুলনায় সেই হার অনেকটাই কম। এমনকি প্রথম বিশ্বের আমেরিকা, কানাডার তুলনাতেও অনেকটাই নিয়ন্ত্রণে এ'দেশের পেট্রাল-ডিজেলের মূল্যবৃদ্ধির হার।