IRCTC share price: জুলাই ২০২২-এ NSE-তে ৫২ সপ্তাহের সর্বনিম্ন ৫৫৭-এ নেমে গিয়েছিলে IRCTC-র শেয়ার। কিন্তু সেখান থেকেই দুর্দান্ত কামব্যাক করে 'ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)'-এর স্টক। ভারতীয় রেলের এই PSU স্টকটি গত ৪-৫ মাস ধরে আপট্রেন্ডে রয়েছে। চার্ট প্যাটার্ন লক্ষ্য করলে দেখা যাবে, এটি শেয়ার প্রতি ৭২০ টাকার স্তরে ব্রেকআউট দিচ্ছে। তবে দ্রুত মুনাফার লক্ষ্যে সেই শেয়ার কিনতেই ঝাঁপিয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। আর সেই কারণেই ৭৫০-এর উপরে উঠে গিয়েছিল এই শেয়ার। তবে অনেকে সেল আউট করে বেরিয়ে যাচ্ছেন এখন। আর সেই কারণে দাম কিছুটা কমতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, এই ডিপে ফের কিছু শেয়ার কেনা যেতে পারে। অর্থাত্ 'ঝোপ বুঝে কোপ মারা'র পরামর্শ দিচ্ছেন তাঁরা। আরও পড়ুন: রেলের এই শেয়ারে টাকা ডবল বিনিয়োগকারীদের! এখনও কিনলে লাভের সম্ভাবনা
স্টক মার্কেট বিশেষজ্ঞদের মতে, IRCTC-র এই শেয়ারের দাম ৭২০ টাকার স্তরে ডবল বটম ফর্মেশন করেছে। অনেকে বলছেন, ৭৭০ থেকে ৭৮০ টাকার স্তরের প্রাথমিক ব্রেক আউট হয়ে গেলে এরপর IRCTC-র শেয়ার ৯৩০ টাকা পর্যন্তও যেতে পারে। স্টকের চার্ট প্যাটার্ন বিশ্লেষণ করে এমনটাই দেখা যাচ্ছে। অনেকে IRCTC শেয়ারহোল্ডারদের বর্তমান স্তরেই শেয়ার ধরে রাখার পরামর্শ দিয়েছেন। আপাতত ৭০০ টাকায় স্টপ লস রেখে শেয়ার ধরে রেখে দেখতে বলছেন তাঁরা।
IRCTC শেয়ারে স্বল্পমেয়াদী মুনাফার বিষয়ে বাজার বিশেষজ্ঞ মেহুল কোঠারি বলেন, 'IRCTC-র এই শেয়ার ৭২০ টাকার স্তরে সদ্য ব্রেকআউট দিয়েছে। এটি শেয়ারটির জন্য প্রাথমিক সাপোর্ট হিসাবে ধরতে পারেন। উচ্চ ঝুঁকির বিনিয়োগকারীরা এখন সুযোগ নিতে পারেন। আপাতত ৭৫৫ থেকে ৭৬০ টাকার স্বল্পমেয়াদী টার্গেটে এবং একেবারে ৭২০ টাকায় স্টপ লস ধরে রেখে বিনিয়োগ করা যেতে পারে।'
এক্ষেত্রে উল্লেখ্য, গত ২-৩ মাস ধরে রেল সম্পর্কিত বিভিন্ন শেয়ার বেশ ভাল পারফর্ম করছেন। অনেকে মনে করছেন আসন্ন ২০২৩-এর ফেব্রুয়ারির বাজেটে রেল ও তার পরিকাঠামোয় বড়সড় বরাদ্দ করতে পারে কেন্দ্র। আর সেই কারণেই আগেভাগে এই শেয়ারে বিনিয়োগ করছেন।
আইআরসিটিসি-র শেয়ারের এই বৃদ্ধির বিষয়ে আলোকপাত করলেন প্রফিসিয়েন্ট ইক্যুইটিজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনোজ ডালমিয়া। তিনি বলেন, 'লেমনট্রি এবং ইন্ডিয়ান হোটেলের মতো কিছু কোম্পানি ট্যুর এবং ট্রাভেল সেক্টরে আগামিদিনে ভাল ব্যবসায়িক সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে। ফলে এটি কিছুটা প্রত্যাশিতই যে সেই ব্যবসার সুপ্রভাব আইআরসিটিসি-তেও পড়বে। যাঁদের পোর্টফোলিওতে এই স্টক রয়েছে তাঁদের আপাতত স্বল্প মেয়াদে ৭৬০ টাকার স্তরের টার্গেট রেখে শেয়ার জমা করার পরামর্শ দেব।'
প্রফিসিয়েন্ট ইক্যুইটিজের মনোজ ডালমিয়া বলেন, 'যাঁরা নিরাপদে খেলতে চান, তাঁরা ৭৭৫ থেকে ৭৮০ টাকার স্তরের উপরে গেলে IRCTC-র শেয়ার কিনতে পারেন। সেক্ষেত্রে ৮৪০ টাকার তাৎক্ষণিক লক্ষ্যমাত্রা রাখতে হবে। ৮৪০ টাকা পেরিয়ে গেলে IRCTC-র শেয়ার ৯২০ টাকা পর্যন্ত যেতে পারে। তিনি বলেন, আগামী ৮-৯ মাসের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে করা হচ্ছে।' আরও পড়ুন: Multibagger Stock: চলতি বছরেই প্রায় ৫৭২% রিটার্ন! এবার বোনাস শেয়ারের ঘোষণা এই মাল্টিব্যাগার স্টকের
শুক্রবার ২ ডিসেম্বর ২০২২-এ IRCTC-র শেয়ার ৭৩৫ টাকায় ওপেন হয়েছে। বেলা সাড়ে ১১টা নাগাদ শেয়ার কিছুটা কমে ৭২৮ টাকার স্তরে পৌঁছে গিয়েছে।
বিঃ দ্রঃ- শেয়ার বাজার সংক্রান্ত পরামর্শ স্বাধীন বিশেষজ্ঞদের বক্তব্য। এগুলি সম্পাদকীয় সুপারিশ নয়।স্টক বাজারে বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। বিনিয়োগের আগে সমস্ত দিক অবশ্যই পর্যালোচনা করুন।