২০২২-২০২৩ অর্থবর্ষের ক্ষেত্রে আয়করের রিটার্ন ফাইলের ক্ষেত্রে শেষ দিন ছিল ৩১ জুলাই। বলা হচ্ছে গত আর্থিক বছরে সব মিলিয়ে ৫.৮৩ কোটি মানুষ আইটিআর ফাইল করেছিলেন। এবার সেই সংখ্যা প্রায় ১৬.১ শতাংশ বেশি। আর পরিসংখ্য়ান বলছে একেবারে শেষ সময় অর্থাৎ ৩১ জুলাই আইটিআর পূরণের শেষদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪,৯৬,৫৫৯টি আইটিআর ফাইল করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল সব মিলিয়ে দেখা গিয়েছে ৩১ জুলাই পর্যন্ত ৫৩.৬৭ লাখ আইটিআর ফাইল হয়েছে যারা এই প্রথমবার আইটিআর জমা দিলেন। তার মানে এটা বোঝা যাচ্ছে আয়কর সম্পর্কে ধারনা আরও বিস্তৃত হচ্ছে।
এদিকে একাধিক মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এবার আয়কর দফতর তাদের রিটার্ন সংক্রান্ত সব দিকে আরও ভালোভাবে খতিয়ে দেখেছে। কেউ কর ফাঁকি দেওয়ার জন্য কোনও ভুয়ো কিছু জমা দিচ্ছে কি না সেটাও দেখা হচ্ছে।
তবে সর্বশেষ পরিসংখ্যান বলছে সব মিলিয়ে ৭.৭৮ কোটি আইটিআর ফাইল হয়েছে এবার। এবার রাজ্য ভিত্তিক পরিসংখ্য়ান দেখলে দেখা যাচ্ছে মহারাষ্ট্র সবার আগে রয়েছে। সেখানে আইটিআর ফাইল হয়েছে ১.২০ কোটি। গুজরাটকে কিছুটা পিছনে ফেলে এগিয়ে গিয়েছে উত্তরপ্রদেশ। তবে পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ু ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে একেবারে সমান সমান। পশ্চিমবঙ্গ থেকে আইটিআর ফাইল হয়েছে ৪৭.৯ লাখ। উত্তরপ্রদেশ এই সংখ্য়াটা হল ৭৫.৭ লাখ। বিহারে এই সংখ্য়াটা হল ২৪.৩ লাখ। রাজস্থানে ৫০.৯ লাখ। লাদাখ থেকে মাত্র ১১৪টি আইটিআর ফাইল করা হয়েছে।
তবে অন্যএকটি সোর্স জানাচ্ছে এবার আইটিআর ফাইল হয়েছে মোট ৬.৭৭ কোটির বেশি। তবে গতবারের তুলনায় এই সংখ্যাটা যে অনেকটা বেশি তা বলাই বাহুল্য। তবে আইটিআর ফাইলের নিরিখে সবার আগে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর তার থেকেও অবাক করা বাংলা আর তামিলনাড়ু একেবারে একই সারিতে।