আজ কংগ্রেসে স্টেট অফ দ্য ইউনিয়ন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের ভাষণে সরাসরি হুঁশিয়ার করে দিলেন চিনকে। প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই চিনা বেলুন নিয়ে রেশারেশি চলছে দুই দেশের মধ্যে। এই আবহে বাইডেনের অকপট মন্তব্য, চিনের থেকে এই ধরনের চরবৃত্তি প্রত্যাশিতই। সন্দেহভাজন গুপ্তচর বেলুন নিয়ে চিনের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যে বেজিং যদি তাদের দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ করবে।
এদিন মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি চিনের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে আমেরিকার স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং বিশ্বের উপকার হতে পারে সেখানে চিনের সঙ্গে কাজ করব। তবে কোনও ভুল করবেন না। আমরা গত সপ্তাহে যা দেখলাম, তারপর স্পষ্ট করে দিয়েছি, চিন যদি আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে, আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য কাজ করব। এবং আমরা তাই করেছি।'
প্রসঙ্গত, আমেরিকার আকাশে উড়তে থাকা চিনা বেলুনটিকে মিসাইল ছুড়ে সমুদ্রে নামিয়েছে বাইডেন প্রশাসন। এবার সেই বেলুন বিয়ে চাঞ্চল্যকর দাবি করা হল রিপোর্টে। রিপোর্টে দাবি করা হয়েছে, ভারত ও জাপান-সহ বেশ কয়েকটি দেশকে নিশানা করেছে চিনের এই 'গুপ্তচর' বেলুন। এই আবহে ৪০টি 'বন্ধুরাষ্ট্র'কে সতর্ক করেছে আমেরিকা। প্রথম থেকেই অভিযোগ ছিল, হোয়াইট হাউজের গোপন তথ্য জানতে হানা দিচ্ছে চিনের গুপ্তচর বেলুন। আমেরিকার পর পর লাতিন আমেরিকার আকাশেও দেখা গিয়েছিল সেই বেলুনটি। এই পরিস্থিতিতে আমেরিকা এবং চিনের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে। সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন তাঁর চিন সফর বাতিল করেছেন।
এদিকে চিনের দাবি, বেলুনটি তাদেরই। কিন্তু তা উড়তে উড়তে হাওয়ায় কোনওভাবে আমেরিকার আকাশে ঢুকে পড়েছে। এর সঙ্গে গুপ্তচরবৃত্তির কোনও যোগ নেই বলেও দাবি কার হয়েছে। পাশাপাশি বেলুনটিকে গুলি করে ভূপতিত করার বিষয়ে মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করেছে বেজিং। চিন জানায়, আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা এবং বৈজ্ঞানিক কারণে বেলুনটি ব্যবহার করা হচ্ছে। এরপরেই ভারত-সহ অন্যান্য মিত্র দেশগুলিকে সতর্ক করে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, চিনা গুপ্তচর বেলুনের নিশানায় ছিল আরও বেশকিছু দেশ। মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান আমেরিকায় নিযুক্ত ৪০টি দেশের রাষ্ট্রদূতকে এই চিনা বেলুন সম্পর্কে সতর্ক করেছে।