কর্ণাটক ভোট ঘিরে রণদামামা বেজে গিয়েছে। হাতে গোনা কয়েকদিন বাদেই সেরাজ্যে ভোট। কর্ণাটক বিধানসভা ভোটে এবার ঝড় তুলে কংগ্রেসে যোগ দিলেন সেরাজ্যের সুপারস্টার শিবরাজকুমারের স্ত্রী গীতা। এর আগে তিনি যোগ দিয়েছিলেন জেডিএস-এ। সদ্য ভোটের আগে তিনি যোগ দিলেন কংগ্রেসে।
উল্লেখ্য, শুধু সুপারস্টার শিবরাজকুমারের স্ত্রী হিসাবেই গীতার পরিচিতি নেই। তিনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস বাঙ্গারাপ্পার মেয়ে। এছাড়াও কর্ণাটকের সুপারস্টার ড. রাজকুমারের পুত্রবধূ তিনি। ফলে সব দিক থেকেই গীতার তাৎপর্য রয়েছে বিভিন্ন দিক থেকে। উল্লেখ্য, শুক্রবারই তিনি যোগ দিয়েছেন কংগ্রেসে। তাঁকে ডিকে শিবকুমারের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিতে দেখা যায়। কংগ্রেসে গীতার যোগদান অনুষ্ঠানে এআইসিসি মুখপাত্র গৌরব বল্লভের উপস্থিতিতে যোগদান করেন গীতা। উল্লেখ্য, গীতার ভাই মধু বাঙ্গারাপ্পা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্ণাটক বিধানসভা নির্বাচনে সোরাবা কেন্দ্র থেকে গীতার ভাই মধু ভোটে লড়ছেন। এদিকে, গীতার অপর ভাই প্রাক্তন মন্ত্রী কুমার বাঙ্গারাপ্পা রয়েছেন বিজেপিতে। তিনিও সোরবা কেন্দ্র থেকে প্রার্থী। এরই মাঝে তারই মাঝে গীতা যোগ দিলেন কংগ্রেসে।
( গ্যাংস্টার মুখতার আনসারির ১০ বছরের জেল, দোষী সাব্যস্ত BJP বিধায়ক খুনের মামলায়)
( অফিসের পর বিয়েবাড়ি আছে? চুলের জেল্লায় ঝটপট ড্রাই শ্যাম্পু লাগিয়ে নিন এইভাবে)
এদিকে, কংগ্রেসে যোগ দিয়ে সুপারস্টার শিবরাজকুমারের পত্নী গীতা বলেন,'আমি খুব খুশি এটা করতে পেরে। কংগ্রেস হল একটি ঐতিহাসিক দল। এই পার্টি আমার বাবাকে মুখ্যমন্ত্রী করেছিল।' এছাড়াও কংগ্রেসের হেভিওয়েট শিবকুমারের জন্য গীতা কনকপুরাতে প্রতারে নামবেন বলেও জানিয়েছেন। এছাড়াও তাঁর এক ভাই মধুর হয়ে তিনি কংগ্রেসের সমর্থনে গলা ফাটাবেন বলেও জানিয়েছেন। কংগ্রেসের তরফে তাঁকে যেখানে প্রচারে যেতে বলা হবে, সেখানেই তিনি যাবেন বলে জানিয়েছেন। শিবকুমার নিজে এই অনুষ্ঠানে জানিয়েছেন,' অনেক দিন ধরে চেষ্টার পর গীতা যোগ দিলেন পার্টিতে, আজ তিনি কংগ্রেসের অংশ।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup