জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসানের এক ভারতীয় সদস্যের মৃত্যু হল আফগানিস্তানে। আত্মঘাতী হামলা করতে গিয়ে প্রাণ গেল সেই ভারতীয়র৷ জঙ্গি গোষ্ঠীটির মুখপত্র ‘ভয়েস অফ খোরাসান’-এ এই দাবি করা হয় মৃত জঙ্গি কেরলের বাসিন্দা ছিল এবং তার নাম নজিব আল হিন্দি৷ মৃত জঙ্গির বয়স ২৩৷ তবে কোথায় কীভাবে নজিব মারা গিয়েছে, সেই সংক্রান্ত কোনও বিশদ তথ্য দেওয়া হয়নি ‘ভয়েস অফ খোরাসান’-এর সেই প্রতিবেদনে৷
আফগানিস্তানে তালিবনের উত্থানের পর থেকেই ইসলামিক স্টেট খোরাসানের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছিল৷ জানা গিয়েছিল, ভারতের কেরল থেকে বহু যুবক দেশ ছেড়ে আফগানিস্তানে গিয়ে এই জঙ্গি গোষ্ঠীতে নাম লিখিয়েছিল৷ বহু ভারতীয় জঙ্গি ভিন দেশে মারাও গিয়েছিল৷ এবার আরও এক ভারতীয় জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার জন্য প্রাণ দিল৷
এদিকে ‘ভয়েস অফ খোরাসান’-এর প্রতিবেদনে নজিবকে নবি মোহাম্মদের অন্যতম সঙ্গী হানজালা ইবনে আবি আমিরের সাথে তুলনা করা হয়েছে। কারণ নাজিব একজন পাকিস্তানি মহিলার সাথে বিয়ে করার কয়েক ঘণ্টা পরই মারা যায়। হানজালাও ২৪ বছর বয়সে উহুদের যুদ্ধে মারা গিয়েছিল তার বিয়ের রাতে।