বাংলা নিউজ > ঘরে বাইরে > Blackmail: পর্নস্টারের ব্ল্যাকমেলে জেরবার! অভিযোগ তুলে ক্যামেরার সামনে স্ত্রী, মাকে নিয়ে বিষপান ব্যক্তির

Blackmail: পর্নস্টারের ব্ল্যাকমেলে জেরবার! অভিযোগ তুলে ক্যামেরার সামনে স্ত্রী, মাকে নিয়ে বিষপান ব্যক্তির

মুম্বইতে আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য

যে আত্মহত্যার ঘটনা দেখা গিয়েছে, তা মধ্যপ্রদেশের। সেরাজ্যের উজ্জয়িনীতে ক্যামেরার সামনে ওই পরিবারকে বিষপান করতে দেখা যায়। জানা গিয়েছে, যে পর্নস্টারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে, সেই পর্নস্টার মুম্বইতে বসবাস করেন

এক হাড়হিম করা ভিডিয়োতে ধরা পড়েছে আত্মহত্যার এক ঘটনা। সোশ্য়াল মিডিয়ায় সদ্য ই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও মাকে নিয়ে বিষপান করছেন বলে দেখা গিয়েছে। পরিবারের দাবি, কোনও এক পর্নস্টার তাঁদের ‘ব্ল্যাকমেল’ করছেন। 

যে আত্মহত্যার ঘটনা দেখা গিয়েছে, তা মধ্যপ্রদেশের। সেরাজ্যের উজ্জয়িনীতে ক্যামেরার সামনে ওই পরিবারকে বিষপান করতে দেখা যায়। জানা গিয়েছে, যে পর্নস্টারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে, সেই পর্নস্টার মুম্বইতে বসবাস করেন। জানা গিয়েছে মধ্যপ্রদেশের বাসিন্দা আশি খান ওই ভিডিয়োটি তুলে ধরেছেন। আশি খানের অভিযোগ, তাঁর সঙ্গে ওই মহিলার ‘অবৈধ সম্পর্ক’ রয়েছে বলে ওই মহিলা ব্ল্যাকমেল করছেন। আর সেই ব্ল্যাকমেল ঘিরেই এই আত্মহননের রাস্তা বেছে নিয়েছে আশি খানের পরিবার। ভিডিয়োয় আশি খান সমস্ত তথ্য জানান দিয়ে, তাঁর স্ত্রী ও মায়ের সঙ্গে ক্যামেরার সামনে বিষপান করেন। দেখা যায়, ক্যামেরার সামনে টেবিলে রাখা একটি কাগজের মোড়কে ছিল ওই বিষ। আর তাকেই তুলে নিয়ে খেতে দেখা যায় পরিবারকে। জানা গিয়েছে, ঘটনার পরই ওই তিনজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি বলছেন, ‘আমার নাম আশি খান। আমি উজ্জয়িনীর লোহেপুল এলাকার বাসিন্দা। মুম্বইয়ের এক পর্নস্টার রিমঝিম দাস আমাকে ব্ল্যাকমেল করে টাকা চাইছেন। তিনি বলছেন, আমি যদি তাঁকে টাকা না দিই তাহলে তিনি আত্মহত্যা করবেন। আমার বিয়ের সময় তাঁকে আমি টাকা দিয়েছি, এখন তিনি আরও টাকা চাইছেন।’ আশি খানের দাবি, ‘আমি যখন মুম্বইয়ে ছিলাম তিনি মিথ্যা মামলায় আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। আর আমাকে জেলে ঢোকান। উজ্জয়িনীতেও আমাকে জেলে ঢোকাতে সফল হন তিনি। আমি তাঁকে আর টাকা দিতে পারছি না। আর তার জন্য আমরা গোটা পরিবার বিষপান করছি। ’ জানা গিয়েছে আশি খান পেশায় একজন পোশাক বিক্রেতা। আর তিনি মুম্বইতে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়ে এই পথ অবল্মবন করেন।

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন