বাংলা নিউজ > ঘরে বাইরে > Blast in Firecracker Factory: ভয়াবহ বিস্ফোরণের ধসে পড়ল বেআইনি বাজি কারখানা! মৃত ৪, গুরুতর ভাবে আহত অন্তত ৭

Blast in Firecracker Factory: ভয়াবহ বিস্ফোরণের ধসে পড়ল বেআইনি বাজি কারখানা! মৃত ৪, গুরুতর ভাবে আহত অন্তত ৭

ভয়াবহ বিস্ফোরণের ধসে পড়ল বেআইনি বাজি কারখানা (ছবি - এএনআই)

বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ে। সেই সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন ছিল। এই আবহে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রদেশের মোরেনায় একটি অবৈধ আতশবাজি কারখানা চত্বরে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত চারজন মারা গিয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই ভবনে এখনও অনেকে আটকা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ে। সেই সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন লোক ছিল। এই আবহে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মোরেনা জেলার বনমোর নগর এলাকায় বাজির গোডাউনে বিস্ফোরণের জেরে এই বিপত্তি ঘটেছে। ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মোরেনার কালেক্টর বাক্কি কার্তিকেয়ন বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি যে বিস্ফোরণটি গানপাউডারের কারণে হয়েছে নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে হয়েছে। আহতদের সবাই গুরুতর অবস্থায় রয়েছেন। তারা গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।’

পুলিশের মহাপরিদর্শক রাজেশ চাওলা জানিয়েছেন, ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য জেসিবি মেশিন ও লোকদের মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উল্লেখ্য, সামনেই দিওয়ালি। এই আবহে বিপুল পরিমাণ বাজি মজুত করা হয়েছিল বেআইনি গোডাউনে। এই কারণেই এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

বন্ধ করুন