বাংলা নিউজ > ঘরে বাইরে > Measles in Mumbai : ঘরে ঘরে হামের হানা, নিস্তেজ হয়ে পড়ছে শিশু, কারণটা কী?

Measles in Mumbai : ঘরে ঘরে হামের হানা, নিস্তেজ হয়ে পড়ছে শিশু, কারণটা কী?

হামের হানা মুম্বইতে। প্রতীকী ছবি (Shutterstock) (HT_PRINT)

মহারাষ্ট্রের স্বাস্থ্য আধিকারিক প্রদীপ আওয়াতে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সপ্তাহে যদি পাঁচটি সন্দেহজনক কেস পাওয়া যায় ও তার মধ্য়ে যদি দুটোর বেশি কেস যদি ল্যাবরেটরিতে পরীক্ষায় নিশ্চিত করা যায় তবে হামের প্রকোপ বলে তা উল্লেখ করা যায়।

কোভিডের দাপট কমেছে। কিন্তু মুম্বইতে এবার Measles বা হামের দাপট। এখনও পর্যন্ত প্রায় ৮জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ১৮৪জন। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হল মুম্বইতে?

স্বাস্থ্য দফতরের একাংশের মতে, অস্বাস্থ্যকর জায়গায় বসবাস, বড় পরিবার, স্বাস্থ্য় বিধি ঠিকঠাক না মানা, পুষ্টির অভাব, দুর্বল প্রতিরোধক্ষমতা, ভ্যাকসিন ঠিকঠাক না দেওয়া এই ভয়াবহ পরিস্থিতির পেছনে অন্য়তম কারণ।

এদিকে পরিসংখ্যান বলছে ২০২০ সালে ২৫জনের আক্রান্তের খবর মিলেছিল। গত বছরে ৯জন আক্রান্তের খবর শোনা গিয়েছিল।২০২৩ সালের মধ্য়ে এই হামকে নিশ্চিহ্ন করতে চেষ্টা চালাচ্ছে সরকার। কিন্তু তার মধ্যে মুম্বইতে ঘরে ঘরে হামের হানা।

মহারাষ্ট্রের স্বাস্থ্য আধিকারিক প্রদীপ আওয়াতে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সপ্তাহে যদি পাঁচটি সন্দেহজনক কেস পাওয়া যায় ও তার মধ্য়ে যদি দুটোর বেশি কেস যদি ল্যাবরেটরিতে পরীক্ষায় নিশ্চিত করা যায় তবে হামের প্রকোপ বলে তা উল্লেখ করা যায়।

স্বাস্থ্য় বিশেষজ্ঞদের মতে, হাম হলে ডায়েরিয়া, নিউমোনিয়া, রোগ প্রতিরোধক্ষমতা ক্রমেই কমতে থাকে শিশুদের মধ্যে। ক্রমেই নিস্তেজ হয়ে পড়ে শিশু। রাজ্য বুলেটিন অনুসারে স্বাস্থ্য দফতর বাড়়ি বাড়ি নজর রাখছে। বিভিন্ন এলাকায় টিকাকরণ কর্মসূচিও চলছে। চলতি বছরে ১৭ নভেম্বর পর্যন্ত মহারাষ্ট্রে হামে আক্রান্ত হয়েছেন ৫০৩জন।

 

 

বন্ধ করুন