বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘মোদী সরকার অসংবেদনশীল’, মূল্যবৃদ্ধি থেকে কৃষক মৃত্যু উস্যুতে তোপ সোনিয়া গান্ধীর

‘মোদী সরকার অসংবেদনশীল’, মূল্যবৃদ্ধি থেকে কৃষক মৃত্যু উস্যুতে তোপ সোনিয়া গান্ধীর

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী (ফাইল ছবি পিটিআই) (HT_PRINT)

রাজ্যসভায় 'উচ্ছৃঙ্খল আচরণের' জন্য শীতকালীন অধিবেশনের প্রথম দিনে ১২ জন সাংসদকে বহিষ্কার করার বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন সোনিয়া গান্ধী।

কংগ্রেসের সংসদীয় বৈঠকে একাধিক ইস্যুতে পরপর কেন্দ্রকে তোপ দাগলেন দলের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। এদিন তিনি মোদী সরকারকে ‘অসংবেদনশীল’ আখ্যা দেন। এদিন সোনিয়া বলেন, ‘মোদী সরকার কৃষক এবং সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল৷ প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে৷ প্রত্যেকটি পরিবারের মাসের খরচে আগুন লেগেছে৷’

কৃষক মৃত্যু, দৈনন্দিন জিনিসের মূল্য বৃদ্ধি ছাড়াও সোনিয়া গান্ধী অভিযোগ করেন, মোদী সরকার দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। তিনি জানান, দেশের কয়েকটা বড় কোম্পানি লাভ করছে অথবা স্টক মার্কেটে তাঁদের শেয়ারের দাম বাড়ছে এর মানে সমগ্র দেশের অর্থনৈতিক উন্নতি, এটা হতে পারে না। এই বিষয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘এই অর্থনৈতিক পুনরুদ্ধার কাদের জন্য, এটাই আসল প্রশ্ন?’

সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় 'উচ্ছৃঙ্খল আচরণের' জন্য শীতকালীন অধিবেশনের প্রথম দিনে ১২ জন সাংসদকে বহিষ্কার করা হয়৷ সেই বিষয়েও সরব হন সোনিয়া গান্ধী। পাশাপাশি ওমিক্রন নিয়েও কথা বলেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, ‘আশা করি, সরকার এর আগে কোভিডের একাধিক ধাক্কা থেকে শিক্ষা নিয়েছে৷ আর এই নতুন ভ্যারিয়্যান্টের আক্রমণ রুখতে যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে৷’

এদিকে নাগাল্যান্ডের ঘটনা এবং সীমান্ত সমস্যা নিয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘আমরা সীমান্ত ইস্যুতে সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানাই। নাগাল্যান্ডের ঘটনার জন্য সরকারের অনুশোচনা যথেষ্ট নয়। এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেওয়া দরকার। নাগাল্যান্ডে সংঘটিত মর্মান্তিক ঘটনাগুলির জন্য আমাদের সম্মিলিত যন্ত্রণাও প্রকাশ করতে হবে। এই ঘটনার ফলে অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে এবং একজন নিরাপত্তা কর্মীও প্রাণ হারিয়েছেন।’

 

 

বন্ধ করুন