পাঞ্জাবি গায়ক তথা রাজনীতিবিদ সিধু মুসেওয়ালার খুনের ঘটনায় এবার নয়া মোড়। পঞ্জাব পুলিশের দাবি এই ঘটনায় মূল অভিযুক্ত শচিন থাপানকে আজেরবাইজান থেকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রের সহায়তায় এটা সম্ভব হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অপর সদস্য গ্যাংস্টার গোল্ডি ব্রারের সঙ্গে সে ফোনে কথা বলেছে বলে খবর।
পঞ্জাব ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, গোল্ডি ব্রার সঙ্গে কথা বলত যে শচিন থাপান তাকে আজারবাইজান থেকে ভারত সরকাররে সহায়তায় গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, থাপান আর আনমোল বিষ্ণোই ভুয়ো পাসপোর্ট নিয়ে মুসেওয়ালার খুনের আগেই বিদেশে গা ঢাকা দেন।
পুলিশ জানিয়েছে, প্রথমে সে দুবাইতে গিয়েছিল। পরে ভারত সরকারের সহায়তায় তাকে আজেরবাইজান থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে দ্রুত ভারতে আনা যাবে বলে আশাবাদী আমরা।
প্রসঙ্গত গত ২৯ মে পঞ্জাবের মানসা জেলায় মুসেওয়ালার উপর গুলি চালনা করা হয়। সরকারি নিরাপত্তা তুলে নেওয়ার পরের দিনই এই হামলা হয়। ৩৪ জনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট জমা দেয়। তার মধ্যে আটজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে চারজন বিদেশে রয়েছে। ১২২জন ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে তদন্তে দেখা যাচ্ছে কানাডার গোল্ডি ব্রার দুজন স্যুটারকে পাঠিয়েছিল মুসেওয়ালাকে খুন করার জন্য।