বাংলা নিউজ > ঘরে বাইরে > Mukesh Ambani on Anant: 'আমি অনন্তের মধ্যে আমার বাবা ধীরুভাইকে দেখতে পারি', মন্তব্য আবেগপ্রবণ মুকেশ আম্বানির

Mukesh Ambani on Anant: 'আমি অনন্তের মধ্যে আমার বাবা ধীরুভাইকে দেখতে পারি', মন্তব্য আবেগপ্রবণ মুকেশ আম্বানির

বাবা-মায়ের সঙ্গে অনন্ত আম্বানি (AFP)

অনন্তের বিয়ে নিয়ে মুকেশ বলেন, 'অনন্ত এবং রাধিকা নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে। আপনাদের (অতিথিদের) আশীর্বাদ তাদের জন্য মঙ্গলময় হবে। আমি বিশ্বাস করি, আজ আমার বাবা ধীরভাই আম্বানিও স্বর্গ থেকে আমাদের আশীর্বাদ করছেন। আমি নিশ্চিত, আজ তিনি দ্বিগুণ খুশি।'

গতকাল থেকেই জামনগরে শুরু হয়ে গিয়েছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠান। আর সেখানেই অতিথিদের স্বাগত জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান। ছেলে অনন্তকে নিয়ে মুকেশ বলেন, 'আমি অনন্তে আমার বাবা ধীরুভাইকে দেখতে পাই।' এদিকে অনন্তের বিয়ে নিয়ে মুকেশ বলেন, 'অনন্ত এবং রাধিকা নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে। আপনাদের (অতিথিদের) আশীর্বাদ তাদের জন্য মঙ্গলময় হবে। আমি বিশ্বাস করি, আজ আমার বাবা ধীরভাই আম্বানিও স্বর্গ থেকে আমাদের আশীর্বাদ করছেন। আমি নিশ্চিত, আজ তিনি দ্বিগুণ খুশি।' (আরও পড়ুন: প্রবল তুষারপাতে ঢাকল আফগানিস্তান! মৃত ১৫ জন, প্রাণ হারিয়েছে ১০০০০ গবাদি পশু)

আরও পড়ুন: চুপিসারে ব্যাগ এনে রেখে দিয়েছিল ক্যাফেতে, প্রকাশ্যে বেঙ্গালুরু বিস্ফোরণের 'মুখ'

মুকেশ আম্বানি বলেন, 'জামনগরে আমার বাবার প্রিয় নাতির বিয়ে হচ্ছে, তা দেখতে পেলে তিনি নিশ্চিত খুবই খুশি হতেন। এই জামনগরই আমার এবং আমার বাবার জন্য কর্মভূমি। আমরা আমাদের মিশন ও প্যাশন খুঁজে পেয়েছি এখানেই। ৩০ বছর আগে এই জমি খাঁ খাঁ করত। তবে আজ এখানে যা দেখছেন, তা আমার বাবার স্বপ্নের বাস্তবায়ন। রিলায়েন্সের ইতিহাসে জামনগর টার্নিং পয়েন্ট। নতুন ভারতের এ কঝলক এই জামনগরে এখন দেখা যাবে।'

আরও পড়ুন: কর্ণাটক বিধানসভায় 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান কাণ্ডে নয়া মোড়, আটক ১

এরপর ছেলে অনন্তকে নিয়ে মুকেশ বলেন, 'অনন্তের অর্থ, যার কোনও শেষ নেই। আমি অনন্তের মধ্যে অপরিসীম সম্ভাবনা দেখতে পাই। আমি আমার বাবাকে তাঁর মধ্যে দেখতে পাই। আমার বাবার মধ্যে যে মনোভাব ছিল, সেই 'যেকোনও কিছু করে ফেলব' মনোভাব অনন্তের মধ্যেও আছে। আর রাধিকার মধ্যে অনন্ত একজন ভালো পার্টনারকে খুঁজে পেয়েছে। রাধিকা খুবই সৃজনশীল। অনন্ত এবং রাধিকার জুটি ঈশ্বরে বানিয়েছেন।'

এর আগে এক সাক্ষাৎকারে অনন্ত দাবি করেছিলেন, বাবা মুকেশ তাঁর সঙ্গে বন্ধু হিসেবে মেলামেশা করেন। মুকেশকে নিয়ে অনন্তর বক্তব্য, 'বাবা মোটেও খুব কড়া নন। অন্য গুজরাটি পরিবারের মতো আমাদের পরিবারেও আমরা তাঁকে শ্রদ্ধা করি। আমি আজ যাই হয়েছি, তা শুধুমাত্র তাঁর সাহায্য পেয়েই হয়েছি।' এদিকে আম্বানি পদবির চাপ কতটা অনুভব করেন অনন্ত? এই প্রশ্নের জবাবে মুকেশের ছোট ছেলে বলেছিলেন, 'সেরকম কোনও চাপ নেই। আমি যাই করি না কেন, পুরোপুরি মন থেকে করি। তারপর যা হওয়ার তা পুরোটা ভগবানের হাতে। সাফল্য পাওয়া নিয়ে আমরা আগে থেকে কোনও পরিকল্পনা করে রাখতে পারি না। আমি শুধু বাবা মুকেশ আম্বানিকে অনুসরণ করি। এটাই আমাকে জীবনে বড় হতে সাহায্য করবে।'

পরবর্তী খবর

Latest News

তিরুমালার লাড্ডুতে মেশোনো হচ্ছিল পশুর চর্বি! চন্দ্রবাবুর নিশানায় পূর্বতন সরকার এনিমি প্রপার্টিতে বেআইনি নির্মাণ করার অভিযোগ, সমীক্ষা করে ভাঙল স্বরাষ্ট্রমন্ত্রক কুঁকড়ে ছিলেন ব্যাটাররা! অশ্বিন-জাদেজা এসেই শুরু পাল্টা মার! পেটালেন শাকিবকে… পাঁচ বল খেলে শূন্য রানে আউট! ব্যাট হাতে ফের ব্যর্থ KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার পুজো কি তিন দিনের নাকি চার দিনেরই? ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজোর তারিখ জেনে নিন ‘আমি বেশ্যা, ২৪ বছরের কেরিয়ারে এতবার শুনেছি আর…’,আরজি কর আবহে বিস্ফোরক স্বস্তিকা England বনাম Australia ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? শুধুই অধঃপতন বাংলার অর্থনীতির! ১৯৬০-তে দেশে অবদান ছিল ১০.৫%, এখন কমে হল ৫.৬% ঘরের মাঠে প্রথম ৬টি টেস্টে ৫০ টপকে মোদীর ৭৫ বছর আগের রেকর্ড ভাঙলেন যশস্বী ডোপ টেস্টে ব্যর্থ এশিয়ান গেমসে পদক জয়ী কিরণ, নির্বাসিতদের তালিকা থেকে বাদ বজরং

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.