বাংলা নিউজ > ঘরে বাইরে > Mulayam Singh Yadav: মুলায়ম সিং যাদব থেকে যাবেন গোবলয়ের রাজনীতির এক ঐতিহাসিক চরিত্র

Mulayam Singh Yadav: মুলায়ম সিং যাদব থেকে যাবেন গোবলয়ের রাজনীতির এক ঐতিহাসিক চরিত্র

মুলায়ম সিং যাদব। 

Mulayam Singh Yadav: ভারতীয় রাজনীতি ওঁকে মনে রাখবে বিকল্প মধ্যপন্থার অন্যতম একটি মুখ হিসেবে। ওঁর পর জয়প্রকাশ নারায়নের ভাবশিষ্য হিসেবে রয়েছে গেলেন নীতিশ কুমার, লালু প্রসাদ যাদবের মত কয়েকজন।

রণবীর ভট্টাচার্য

স্বাধীনতার পর থেকেই উত্তরপ্রদেশের মসনদ নিয়ে রাজনৈতিক লড়াই চোখে পড়ার মতো। লোকসভায় সবচেয়ে বেশি আসন গোবলয়ের এই রাজ্য থেকে, সংখ্যার আকচা আকচি চলতেই থেকে আজকের যোগীর জমানাতেও। আজ বর্ষীয়ান মুলায়ম সিং যাদবের মহাপ্রস্থানে এক টুকরো পুরনো ইতিহাসে চোখ বুলালেন সমগ্র ভারতবাসী। এক নিমেষে ইন্দিরা গান্ধী, জয় প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, জরুরী অবস্থা, কল্যাণ সিং, লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী, লালু প্রসাদ যাদব, জনতা দল, কাসিরাম, আই কে গুজরাল… কত রথী মহারথীর নামই যেন উঠে আসে। এখানেই মুলায়ম সিং যাদবের ব্যাপ্তি। এটা ঠিক যে নেতাজি নামে ডাকলেই আর সুভাষচন্দ্র বসু হওয়া যায় না, তবে কংগ্রেস আর বিজেপি বিরোধী রাজনীতির একটি অবশ্যম্ভাবী নাম মুলায়ম সিং যাদব। শেষ জীবনে তাকে তৃতীয় ফ্রন্টের অলীক স্বপ্ন কিম্বা যোগী আদিত্যনাথের উত্থান দেখতে হয়েছে বটে, তবে তার অবদান কখনোই ভোলা যাবে না।

উত্তরপ্রদেশের রাজনীতির উত্থানপতনের সরাসরি প্রভাব সব সময়ই থেকেছে ভারতীয় রাজনীতির উপর। মুলায়ম সিং যাদবের রাজনৈতিক হাতেখড়ি সেই ষাটের দশকে। জরুরি অবস্থায় ১৯ মাস জেলবন্দি ছিলেন তিনি। কিন্তু রাজনীতি তাকে ফিরিয়ে দিয়েছিল অনেক কিছুই। তিনবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, দুইবার দেশের প্রতিরক্ষা মন্ত্রী - তবে রাজনীতির ক্ষেত্রে অনেকবার দিকবদল করেছেন তিনি। সমাজবাদী পার্টি প্রতিষ্ঠার আগে ভারতীয় লোকদল, জনতা দল, ভারতীয় ক্রান্তি দলসহ অভিজ্ঞতার ঝুলি ছিল অপরিসীম। অযোধ্যা রামমন্দির আন্দোলন কিম্বা আলাদা রাজ্য হিসেবে উত্তরাখন্ড নিয়ে দাবি - বিতর্কের উর্দ্ধে ছিলেন না মুলায়ম। পরবর্তীকালে ধর্ষণ নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়তে হয়েছে। জীবনের সায়াহ্নে এসে নিজের হাতে বানানো দলের মধ্যে পুত্র অখিলেশ, শিবপাল যাদব, রামগোপাল যাদবের মধ্যে ক্ষমতার লড়াই মুখ বুঝে দেখতে হয়েছে।

ভারতীয় রাজনীতি ওঁকে মনে রাখবে বিকল্প মধ্যপন্থার অন্যতম একটি মুখ হিসেবে। ওঁর পর জয়প্রকাশ নারায়নের ভাবশিষ্য হিসেবে রয়েছে গেলেন নীতিশ কুমার, লালু প্রসাদ যাদবের মত কয়েকজন। আজ উত্তরপ্রদেশের রাজনীতি অনেকটাই পরিবর্তন দেখেছে। যাদব আর সংখ্যালঘু ভোটের চিরচারিত ভোটব্যাংকের গল্প অনেকটাই একপেশে করে দিতে পেরেছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ। উন্নয়ন শেষ কথা কিনা সেটা হয়তো ভবিষ্যত বলবে। তবে মুলায়ম পুত্র অখিলেশ পুরোদস্তুর রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

মুলায়ম সিং যাদব কি মিলিজুলি জোট সরকারের জমানায় প্রধানমন্ত্রী হবার শ্রেষ্ঠ মুখ ছিলেন? এই প্রশ্নের উত্তর আর জানা হল না। তবে একটা ব্যাপারে নিশ্চিত যে এরপর হয়তো স্বর্গে অমর সিং আর মুলায়ম সিং যাদবের জুটির নতুন কোন ভেলকি দেখা যাবে!

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

পুলিশের সামনেই সপাটে চড় বিধায়ককে, পরে পেটালেন আরও ১ জন, পালটা জুটল মার- ভিডিয়ো একের পর এক মেডিক্যাল কলেজে গণইস্তফা সিনিয়র চিকিৎসকদের, পাত্তা দিতে নারাজ নবান্ন গুরুগ্রামে জয়জয়কার বিজেপির, চারটি আসনেই ফুটল পদ্ম উৎসবের আবহে UPI লেনদেনে বড় বদল, ষষ্ঠীতে কী ঘোষণা করল RBI? পুজো মণ্ডপে গিয়ে ডাকের তালে নাচলেন তনুশ্রী, বাদ গেলেন না সুস্মিতাও... 'আমি কি ভিনগ্রহের প্রাণী?...' নিজের আবাসনের পুজো নিয়ে কী বলছেন শ্রীলেখা? ‘‌আমার মন মেজাজ ভাল নেই’‌, প্রেসিডেন্সি জেলে প্রতিমায় মাথা ঠেকিয়ে কাঁদলেন পার্থ ‘রণবীরের শয্যাসঙ্গী… অ্যানিম্যালের পর ৩দিন ধরে শুধুই কেঁদেছি’, কেন বললেন তৃপ্তি সকালের আনন্দ বেলা গড়াতেই বিষাদে পরিণত হয়, হরিয়ানার ফল কংগ্রেসকে ধাক্কা দিল ‘‌নিজের বিবেককে নাড়া দেওয়া উচিত’‌, রাজ্য সরকারকে কড়া ভাষায় বিঁধলেন রাজ্যপাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.