গত ১১ বছরে অসাধারণ রিটার্ন দিয়েছে স্মলক্যাপ কোম্পানি হিন্দুস্তান ফুডসের শেয়ার। এই সময়ের মধ্যে এটি বিনিয়োগকারীদের ৫৫৯০০% রিটার্ন দিয়েছে। হিন্দুস্তান ফুডসের শেয়ার মাত্র ১ টাকার ছিল। অবিশ্বাস্যভাবে সেখান থেকে শেয়ারের দাম বেড়ে ৫৬০ টাকা হয়ে গিয়েছে। হিন্দুস্তান ফুডসের শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছিল ৭৪৯.১৫ টাকা। অন্যদিকে ৫২ সপ্তাহের শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৩২৮.৭৩ টাকা। আরও পড়ুন: Adani stocks: শেয়ার বাজারে ছুটছে আদানি গ্রুপ! মাত্র ২ দিনে ৩,০০০ কোটি টাকা কামালেন NRI
১০ হাজার টাকা থেকে বেড়ে ৫৬ লাখ!
২৪ অগস্ট ২০১২ তারিখে বম্বে স্টক এক্সচেঞ্জে(BSE) হিন্দুস্তান ফুডসের শেয়ারের দাম ছিল মাত্র ১ টাকা করে। সেই শেয়ার যে এতটা বাড়বে, তা তখন কেউ কল্পনা করতে পেরেছিলেন!
সেই ১ টাকার অতি সাদামাটা শেয়ারই গত ৬ এপ্রিল, ২০২৩-এ BSE-তে ৫৬৫.৩৫ টাকায় ক্লোজ হয়েছে। যদি কোনও ব্যক্তি ২৪ অগস্ট, ২০১২-তে হিন্দুস্তান ফুডস-এর শেয়ারে ১০,০০০ টাকা বিনিয়োগ করেন এবং এখনও পর্যন্ত সেই শেয়ার বিক্রি করে না থাকেন, তবে বর্তমানে তাদের বিনিয়োগের দর বেড়ে ৫৬.৫৩ লাখ টাকা দাঁড়াত। হিন্দুস্তান ফুডসের শেয়ার গত ১০ বছরে বিনিয়োগকারীদের প্রায় ৩৫,০০০% রিটার্ন দিয়েছে।
এই শেয়ার ৬ বছরে ১,৬০০%-এরও বেশি রিটার্ন দিয়েছে
হিন্দুস্তান ফুডস শেয়ার গত ৬ বছরে বিনিয়োগকারীদের ১,৬২৭% রিটার্ন দিয়েছে। এই শেয়ার ৭ এপ্রিল ২০১৭ তারিখে বম্বে স্টক এক্সচেঞ্জে(BSE) ৩২.৪২ টাকায় ক্লোজ হয়েছিল। কোনও ব্যক্তি যদি ৬ বছর আগে হিন্দুস্তান ফুডসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে বর্তমানে এই টাকা বেড়ে ১৭.৪৩ লাখ টাকা হয়ে যেত।
কোম্পানির উন্নতিতেই শেয়ারের উন্নতি
কোনও কোম্পানির শেয়ার কতটা চড়বে, তা কিন্তু এখনও তাদের ব্যবসার উপরেই নির্ভর করে। সংস্থার ব্যবসা যত বাড়বে, শেয়ারের দরও তত চড়বে। হিন্দুস্তান ফুডসের নানা ধরণের পণ্য আছে। ফুড অ্যান্ড বেভারেজ, হোম কেয়ার, ফ্যাব্রিক কেয়ার, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, হেলথ কেয়ার অ্যান্ড ওয়েলনেস, লেদার অ্যান্ড স্পোর্টস ফুটওয়্যার এবং পেস্ট কন্ট্রোল ক্যাটাগরিতে বিস্তার রয়েছে। সংস্থায় প্রোমোটার হোল্ডিং ৬৪.৮৫ শতাংশ। পাবলিক শেয়ারহোল্ডিং প্রায় ৩৫.১৫ শতাংশ। গত ১০ বছরে হিন্দুস্তান ফুডসের সেলস দারুণ হারে বেড়েছে। FY12-এ কোম্পানির বিক্রির মোট অঙ্ক ছিল ৬ কোটি টাকা। FY22-এ সেটা বেড়ে ২,০০০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। তারই সুপ্রভাব দেখা দিয়েছে শেয়ারে। আরও পড়ুন: ১ দিনেই ২৪০ কোটি টাকা কামালেন রেখা ঝুনঝুনওয়ালা! মালামাল করল TATA-র এই ৩ শেয়ার
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup