বাংলা নিউজ > ঘরে বাইরে > NCRB Report: অ্যাসিড হামলায় যোগীর রাজ্যকে পিছনে ফেলে আবারও এগিয়ে বাংলা

NCRB Report: অ্যাসিড হামলায় যোগীর রাজ্যকে পিছনে ফেলে আবারও এগিয়ে বাংলা

দুর্গাপুজোয় সিদুঁর খেলায় অ্যাসিড হামলায় আক্রান্তরা (পিটিআই ছবি)  (PTI)

উদ্বেগের বিষয় হল, ২০২১ সালের তুলনায় বাংলায় অ্যাসিড হামলা বেড়েছে ১৪টি। অর্থাৎ ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাসিড হামলা। তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে অ্যাসিড হামলার শিকার ৯০ শতাংশ মহিলা। 

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মহিলাদের জন্য নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ। তবে সংস্থার প্রকাশিত রিপোর্টের অন্য একটি তথ্য শঙ্কা জাগাবে মনে। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী অ্যাসিড হামলার ঘটনায় সব রাজ্যের চেয়ে এগিয়ে বাংলা।  

২০২২ সালের রিপোর্ট অনুযায়ী যোগীর রাজ্য উত্তরপ্রদেশকেও পিছনে ফেলে অ্যাসিড হামলায় এগিয়ে রয়েছে বাংলা। ২০১৮ সাল থেকে এই নিয়ে টানা তিনবার অ্যাসিড হামলার ঘটনায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ।

এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে দেশে মোট ২০২টি অ্যাসিড হামলার অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ৪৮টি পশ্চিমবঙ্গের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সে রাজ্যে ২০২২ সালে ৩০ টি অ্যাসিড হামলা ঘটনা হয়েছে। 

(পড়ুন। গোয়াতে নাবালিকা ধর্ষণের সংখ্য়া সবথেকে বেশি, উদ্বেগের ছবি NCRB রিপোর্টে

উদ্বেগের বিষয় হল, ২০২১ সালের তুলনায় বাংলায় অ্যাসিড হামলা বেড়েছে ১৪টি। অর্থাৎ ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাসিড হামলা। তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে অ্যাসিড হামলার শিকার ৯০ শতাংশ মহিলা।  

২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশে ১৭৪টি অ্যাসিড হামলা হয়। এর মধ্যে ৩৪টি হয়েছে পশ্চিমবঙ্গে। আক্রান্তদের মধ্যে ৩০ জন ছিলেন মহিলা। 

কেন অ্যাসিড হামলা বাড়ছে রাজ্যে? সমাজকর্মীদের একাংশের মতে অ্যাসিড বিক্রির ক্ষেত্রে প্রশাসনের নজরদারি না থাকা এই পরিসংখ্যান বৃদ্ধির অন্যতম কারণ।

প্রসঙ্গত, NCRB Report 2022-এর রিপোর্টে বলা হয়েছে মানব পাচারে এগিয়ে রয়েছে ওড়িশা। গত বছর সব মিলিয়ে ১১২০ জন পাচার হয়ে গিয়েছেন। তার মধ্য়ে ৫০২জন মহিলা ও ৩৫৩জন শিশু। এরপরই মহারাষ্ট্র ও বিহারের স্থান। ২০২১ সালে এই সংখ্য়াটা ছিল ১৪৭৫। আর ২০২০ সালে সেই পাচারের সংখ্যা ছিল ৭৪১। 

(পড়ুন। মানব পাচারে সবার শীর্ষে বাংলার পাশের রাজ্য, উদ্বেগের এনসিআরবি রিপোর্ট)

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও ধর্মার সব ছবির প্রি-রিলিজ স্ক্রিনিং বন্ধ করল করণ, জিগরা মুক্তির আগেই সিদ্ধান্ত LGBTQ+ প্রাইড প্যারেডস আর স্পনসর করবে না টয়োটা! কেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.