বাংলা নিউজ > ঘরে বাইরে > New Surrogacy Law: সারোগেসির বাধা কাটল, এবার জট কাটিয়ে সহজে বাবা-মা হতে পারবেন অনেকে, এল নতুন আইন

New Surrogacy Law: সারোগেসির বাধা কাটল, এবার জট কাটিয়ে সহজে বাবা-মা হতে পারবেন অনেকে, এল নতুন আইন

প্রতীকী ছবি (Pixabay)

New Surrogacy Law: কেন্দ্র সরকারের নতুন সারোগেসি আইনে বহু মানুষ উপকৃত হবেন বলে আশা। কী কী বদল এল এই আইনে?

সারোগেসি আইনে পরিবর্তন। কেন্দ্র সরকার নতুন আইন নিয়ে এল এই বিষয়টি নিয়ে। নতুন আইনে বিবাহিত দম্পতির কোনও একজনের যদি শারীরিক সমস্যা থাকে, স্ত্রী বা স্বামীর কোনও এক জনের জননকোষ ব্যবহার করেই গর্ভদাত্রী মায়ের সাহায্যে সন্তানের জন্ম দেওয়া যাবে। সংশোধিত গর্ভদান আইন, ২০২২ অনুযায়ী জেলা মেডিক্যাল বোর্ডের থেকে দম্পতিকে শংসাপত্র আনতে হবে। তাতে উল্লেখ থাকবে, স্বামী বা স্ত্রীর মধ্যে কোনও এক জনের শারীরিক সমস্যা রয়েছে এবং জননকোষ দাতার প্রয়োজন রয়েছে। তবে দু’জনেরই শারীরিক প্রতিবন্ধকতা থাকলে চলবে না। 

সিঙ্গল মাদার বা বিধবা বা বিবাহবিচ্ছিন্না নিজেদের ডিম্বাণু এবং শুক্রাণু-দাতার সাহায্যে সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিতে পারবেন। ওই মহিলাকে নিজের ডিম্বাণু ব্যবহার করতে হবে। সেক্ষেত্রেও ডিম্বাণু-দাতার সাহায্য নেওয়ার নিয়ম থাকছে না। পুরনো গর্ভদান আইনে দম্পতির দু’জনেরই জননকোষ ব্যবহার করা বাধ্যতামূলক ছিল। এক্ষেত্রে একটি বড় বদল এল।

সুপ্রিম কোর্ট এ যাবৎ কালের মধ্যে দেশের নানা প্রান্তের মহিলাদের থেকে জননকোষ দান নিয়ে আবেদন পেয়েছে। তাঁরা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, কোনও তোনও বিরল যৌন-সমস্যায় ভুগছেন তাঁরা। সেই কারণেই তাঁরা গর্ভধারণ করতে ব্যর্থ হচ্ছেন। কিন্তু ডিম্বাণু-দানে অনুমতি না থাকায় সারোগেসির সাহায্য নিয়েও মা হতে পারছেন না তাঁরা। এর পরেই উক্ত আইন সংশোধনের কথা ভাবা শুরু হয় ।

(আরও পড়ুন: ৯৪ বছর বয়সে প্রয়াত দেশের প্রবীণতম সাংসদ, যুগের অবসান)

২০২৩ সালের মার্চ মাসে এই বিষয়ে একটি বড় পদক্ষেপ করা হয়েছিল। গর্ভদান প্রক্রিয়ায় জননকোষ দানে নিষেধাজ্ঞা নিয়ে বিজ্ঞপ্তি জারি হয় সেই সময়ে। এর পরেই সুপ্রিম কোর্টের কাছে একের পর এক আবেদন আসতে শুরু করে। গত বছর ডিসেম্বর মাসে শীর্ষ আদালত পুরনো আইনটির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলে। বলা হয়, গর্ভদানের আসল লক্ষ্যই এই আইনে বাধাপ্রাপ্ত হচ্ছে। 

গর্ভদান আইন নিয়ে শুনানি শুরু হয়। সেই সময়ের মধ্যে ১৪রও বেশি দম্পতিকে ডিম্বাণু-দাতার সাহায্য নিয়ে সারোগেসির অনুমতি দেয় শীর্ষ আদালত। ২০২৪ সালের জানুয়ারি মাসে শীর্ষ আদালত কেন্দ্রের কাছে প্রশ্ন করে, এত মহিলা যখন ক্ষোভ নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন, কেন সরকার এই বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না? জবাবে কেন্দ্রের প্রতিনিধি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানিয়েছিলেন, এই আইনে সংশোধন নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্র। 

(আরও পড়ুন: অপারেশন থিয়েটারের মধ্যে চটুল গানের সঙ্গে নেচে নেচে রিলস, চাকরি গেল তিন নার্সের)

  • আইন কী ছিল

পুরনো গর্ভদান আইনে দম্পতির দু'জনেরই জননকোষ ব্যবহার করা বাধ্যতামূলক ছিল।

  • আইন কী হল

বিবাহিত দম্পতির কোনও এক জনের যদি শারীরিক সমস্যা থাকে, স্ত্রী বা স্বামীর কোনও এক জনের জননকোষ ব্যবহার করেই সন্তানের জন্ম দেওয়া যাবে। অর্থাৎ জননকোষ দাতার সাহায্য নিতে পারবেন দম্পতি।

একা মহিলারা নিজেদের ডিম্বাণু এবং শুক্রাণু-দাতার সাহায্যে সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিতে পারবেন।

নতুন আইনে বাবা-মা হতে চাওয়া বহু দম্পতিই লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। আগামী দিনে বহু মানুষের জীবনে স্বস্তি আসারও সম্ভাবনা রয়েছে এর ফলে। 

পরবর্তী খবর

Latest News

আরও দুর্বল হবে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি হবে? পরদিন সতর্কতা জারি ৫ জেলায় 'মমতার বৈঠকে খুব সুন্দরভাবে হয়েছিল, আজ...’, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠছে? ‘মৃত্যু সিওর হয়ে গিয়েছিল’, বীরভূমে বন্যা দেখতে গিয়ে নদীতে পড়লেন ২ সাংসদ, ১ MLA আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! TMC মন্ত্রীর কটাক্ষ,জবাব অপরাজিতার ১৪৪ বল বাকি থাকতে SA-কে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের! একমাত্র ভারতই অপরাজেয় থাকল নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ দু’‌ঘণ্টা পর শেষ নবান্নের বৈঠক, মুখ্যসচিবের সঙ্গে কী কথা হয় জুনিয়র ডাক্তারদের?‌ ‘কাউকে টেকেন ফর গ্রান্টেড…’, মমতা সরকারকে তোপ পরমের, পালটা জবাব রুদ্রনীলের কসমেটিক সার্জারি না করিয়েও এখনও বরের চোখে 'সেক্সি' থাকার রহস্য ফাঁস করিনার এবার বাইরের তিন চিকিৎসককে তলব করল সিবিআই!‌ আরজি কর কাণ্ডে নয়া মোড়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.