প্রয়াত দেশের প্রবীণতম সাংসদ। সমাজবাদী পার্টির ওই সাংসদের নাম শফিকুর রহমান বর্ক। ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন ওই সাংসদ। দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশের সম্ভল কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। ১৯৯৬, ১৯৯৮ ও ২০০৪ সালে তিনি মোরাদাবাদ আসন থেকে জিতেছিলেন। পরে তিনি ২০০৯ ও ২০১৯ সালে সম্ভল আসন থেকে জেতেন। তিনি এর আগে বিধায়কও হয়েছিলেন। সেই সময় উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রীও ছিলন তিনি। মঙ্গলবার মোরাদাবাদের একটা হাসপাতালে মৃত্য়ু হয় তাঁর। তাঁর প্রয়াণে কার্যত একটা যুগের অবসান হল এদিন। শোকের ছায়া নেমে এসেছে দলের অন্দরে।
এদিকে গতবছরেও সংসদের বিশেষ অধিবেশনে তখন বসেছিলেন ওই সাংসদ। তাঁকে দেখতে পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ৯৩ বছর বয়সেও সম্ভলের সাংসদ শফিকুর রহমান বর্ক এখানে বসে রয়েছেন। সংসদের প্রতি এমন আনুগত্যই থাকা দরকার। বাস্তবিকই সংসদীয় কাজের প্রতি অত্য়ন্ত যত্নবান ছিলেন তিনি। পাশাপাশি সংখ্য়ালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য় তিনি বরাবরই আওয়াজ তুলেছেন। তাঁর প্রয়াণে একটি বিরাট শূন্যস্থান তৈরি হল। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন অনেকের কাছেই ছিল অনুপ্রেরণার। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের হাত ধরে তিনি রাজনীতির ময়দানে এসেছিলেন। তারপর আর থেমে থাকতে হয়নি তাঁদের।
সমাজবাদী পার্টির পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, একাধিকবারের সাংসদ শফিকুর রহমান বর্কের প্রয়াণে আমরা শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবও এনিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন। সমবেদনা জানিয়েছেন সাংসদের পরিবারকে।