দিল্লির সরকারি হাসপাতালে যথাযথ মানের ওষুধ না থাকা নিয়ে অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক এনিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এবার স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ এনিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ৪৩টি ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল তিনটি হাসপাতাল থেকে। তার মধ্য়ে পাঁচটিকে এনএসকিউ বলে উল্লেখ করা হয়েছিল।
এনএসকিউ বা নট অফ স্টান্ডার্ড কোয়ালিটি। মানে যথাযোগ্য মানের নয় যে ওষুধ। আর এখানেই স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন তার মানে কি এই ওষুধগুলি ভুয়ো, নকল, বিষ।
তিনি সাফ জানিয়ে দেন, নট আ স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানে এটা নয় যে ওষুধগুলি ভুয়ো, বিষাক্ত বা একেবারে খারাপ মানের। এমনকী টেস্ট রিপোর্টে কোথাও লেখা হয়নি এই ওষুধগুলি ভুয়ো।বিজেপি ও কিছু আধিকারিকের মাধ্যমে একটা খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এই ওষুধগুলি ভুয়ো।
তিনি জানিয়েছেন, মেডিসিনগুলিকে বলা হয়েছে not of Standard Quality। তার মানে এক্ষেত্রে বলা হচ্ছে পেটে গিয়ে এটা গুলতে একটু সময় লাগে। মন্ত্রী জানিয়েছেন মেডিক্যাল সায়েন্স অনুসারে জানা গিয়েছে, যদি কোনও ওষুধ ২৫ শতাংশ কম গতিতে গোলে তবে তার মানে এটা বোঝা যায় ৩৮ সেকেন্ডের মধ্য়ে সেটা পাকস্থলীতে গুলে যায়। ৩০ সেকেন্ডের জায়গায় এটা ৩৮ সেকেন্ড সময় লাগে। তার মানে এটা ৮ সেকেন্ড কম সময় লাগে গুলতে। কিন্তু এর মাধ্য়মে রোগীর শরীরে কোনও ক্ষতি হওয়ার কথা নয়।
সেই সঙ্গেই মন্ত্রী জানিয়েছেন, দিল্লি হাসপাতালের যে ওষুধগুলির কথা বলা হচ্ছে সেটা কেবলমাত্র রাজধানীতেই কেনা হয়েছে এমনটা নয়। এই কোম্পানিই কেন্দ্রীয় সরকারের হাসপাতালেও ওষুধ সরবরাহ করে। বিজেপি পরিচালিত যে রাজ্যগুলি রয়েছে সেখানে যে হাসপাতাল রয়েছে সেখানেও এই কোম্পানিগুলি ওষুধ সরবরাহ করে।
সেই সঙ্গেই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওষুধগুলি পরীক্ষা করে দেখা এটা একটা দীর্ঘকালীন ব্যাপার। এটা কেবলমাত্র দিল্লিতে হয় এমনটা নয়।