দিল্লির অ্যাপভিত্তিক ফোর হুইলার, থ্রি হুইলার এবং টু হুইলার অপারেটরদের জন্য এই নয়া নীতি চূড়ান্ত করা হয়েছে। চলতি সপ্তাহে এ বিষয়ে জনগণের মতামত গ্রহণ করা হবে। এর আগের নিয়ম অনুযায়ী, ট্যাক্সি অপারেটররা নির্ধারিত ভাড়ার দ্বিগুণ পর্যন্ত সার্জ চার্জ আদায় করতে পারতেন।