বাংলা নিউজ > ঘরে বাইরে > নিরুত্তর ভারতের প্রস্তাবে, সীমান্ত দ্বন্দ্ব নিয়ে আলোচনার ভার নেপালের উপর

নিরুত্তর ভারতের প্রস্তাবে, সীমান্ত দ্বন্দ্ব নিয়ে আলোচনার ভার নেপালের উপর

সংবিধান সংশোধনের বিলে স্বাক্ষর করছেন নেপালের সংসদের নিম্নকক্ষের সদস্যরা (ছবি সৌজন্য এএফপি)

নেপালের নয়া মানচিত্রকে 'রাজনৈতিক ফায়দার হাতিয়ার' হিসেবে উল্লেখ করেছেন এক আধিকারিক।

রেজাউল লস্কর

একাধিকবার আলোচনার প্রস্তাব দিয়েছে ভারত। কিন্তু নেপালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাই এবার কালাপানি-লিপুলেখ সীমান্ত বিবাদ সমাধানে 'ইতিবাচক এবং সহায়ক পরিবেশ' তৈরির ভার পড়বে কাঠমান্ডুর উপর। এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।

নাম গোপন রাখার শর্তে আধিকারিকরা জানান, সীমান্ত বিবাদ নিয়ে বারেবারে আলোচনা করার প্রস্তাব দিয়েছে ভারত। শেষ প্রস্তাবটি ছিল - দু'দেশের বিদেশ সচিবের মধ্যে আলোচনা। তবে সেই প্রস্তাবের কোনও জবাব পায়নি নয়াদিল্লি। এক আধিকারিক বলেন, 'যখন নেপালের সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করা হচ্ছে এবং তার আগে দু'দেশের বিদেশ সচিবের মধ্যে ফোনে কথা বলা, ভিডিয়ো কনফারেন্স এবং সফরের প্রস্তাব দিয়েছিল ভারত। তবে নেপাল সেই প্রস্তাবে সাড়া দেয়নি এবং বিলটি পাশের  জন্য এগিয়ে নিয়ে গিয়েছে। এখন আলোচনার জন্য ইতিবাচক এবং সহায়ক পরিবেশ তৈরির দায় বর্তাচ্ছে।'

আধিকারিকদের বক্তব্য, ভারতীয় ভূখণ্ড নিয়ে নয়া মানচিত্র প্রকাশ করার একতরফা পদক্ষেপের ফলে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং ‘কোনও আলোচনার জন্য ফলাফল আগে থেকেই ভেবে নিয়েছিল (নেপাল)।’ তবে এটা পরিষ্কার নয় যে কেন নিজের দেশের জনগণ বা সংসদকে ভারতের আলোচনার প্রস্তাবের কথা জানাননি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

যদিও নেপালের আধিকারিকদের দাবি, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের মে'র মধ্যে নয়াদিল্লিকে তিনবার আলোচনার প্রস্তাব দিয়েছে কাঠমান্ডু। কিন্তু কোনওবারই কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে দাবি নেপালের আধিকারিকদের।

এরইমধ্যে গত মাসে যখন লিপুলেখ পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তা চালু করে ভারত, তখন দু'দেশের মধ্যে ভারত সীমান্ত বিবাদ শুরু হয়। কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য সেই রাস্তা চালু করা হয়েছে জানিয়েছে ভারত। 

যদিও সেই রাস্তা নিয়ে প্রতিবাদ জানায় নেপাল। তারপর লিমপিয়াধুর, লিপুলেখ এবং কালাপানিকে যুক্ত করে নয়া মানচিত্র প্রকাশ করে ওলি প্রশাসন। গত সপ্তাহে মানচিত্র পরিবর্তনের সংবিধান সংশোধনী বিল সংসদের নিম্নকক্ষে পাশ হয়ে গিয়েছে। চলতি সপ্তাহে সংসদের উচ্চকক্ষে সেই বিল পেশ করা হবে।

আধিকারিকরা জানিয়েছেন, ভারত এবং নেপালের ১,৭৫০ কিলোমিটার স্থল এবং জল সীমান্ত স্পষ্টভাবে বর্ণিত। শুধুমাত্র উত্তরাখণ্ডের কালাপানি এবং বিহারের সুস্তা সেক্টর নিয়ে বিতর্ক রয়েছে। নেপালের এই ‘পরিবর্তনীয়’ দাবি ১৮১৫ সালে সুগাউলি চুক্তির বিপরীতমুখী। যে চুক্তি স্বাক্ষর করেছিল নেপাল এবং ব্রিটিশরা। একইভাবে ১৯৬১ সালে নেপাল-চিনের সীমান্ত চুক্তি এবং দু'দেশের স্বাক্ষরিত ১৯৬৩ ও ১৯৭৯ সালের প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্যহীন কাঠামান্ডুর অবস্থান পরিবর্তন।

এক আধিকারিক বলেন, ‘ওদের (নেপাল) নয়া মানচিত্র তথ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়নি। মানচিত্র প্রকাশ এবং সংসদের নিম্নকক্ষে বিল পাশের পর কালাপানি থেকে লিমপিয়াধুর এবং সুস্তা এলাকায় নিজেদের নিজেদের দখলে আনতে প্রমাণ সংগ্রহের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে নেপাল সরকার।’

নেপালের নয়া মানচিত্রকে 'রাজনৈতিক ফায়দার হাতিয়ার' হিসেবে উল্লেখ করে ওই আধিকারিক বলেন, 'মানচিত্র পরিবর্তনে নেপালের একতরফা কাজ এবং সংসদে সংবিধান সংশোধনের দ্রুত পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী ওলি এবং তাঁর সরকারের সীমান্ত বিষয়ে রাজনীতির রং লাগানোর ইচ্ছা ফুটে উঠেছে। এই কাজের মাধ্যমে আলোচনার মাধ্যমে সীমান্ত মিটিয়ে নেওয়ার ক্ষেত্রে নেপালের গাম্ভীর্য তুলে ধরছে না এবং এই কাজগুলি দূরদৃষ্টিহীন এবং সীমাবদ্ধ রাজনৈতিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে চিন্তাশীল।'

ঘরে বাইরে খবর

Latest News

কালাষ্টমীতে ঘটতে চলেছে আশ্চর্যজনক সংযোগ, কাল ভৈরবের আরাধনা দেবে কাঙ্ক্ষিত ফল খবর পাক্কা! শান্তনুর সঙ্গে প্রেম ভেঙেছে কমল হাসান কন্যা শ্রুতির স্ত্রীর গয়নাতে স্বামীর অধিকার কতটা? বিবাহিতরা জেনে নিন সুপ্রিম নির্দেশ ৪ দিন ধরে নিখোঁজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’র ‘সোধি’ গুরুচরণ সিং, দায়ের অভিযোগ শাহজাহানের অস্ত্রভাণ্ডার লুকাতেই কি EDর ওপর হামলা? অস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন কানাডায় ফ্রিতে খাবার নেয়, সোশ্যাল মিডিয়ায় কোণঠাসা ভারতীয় যুবক, মুখ খুললেন HT-তে রিচার হবু সন্তানকে আদর! বেবি বাম্পে চুমুই খেয়ে বসলেন রেখা একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে 'দেহত্যাগ করুন', অভিজিৎকে বেনজির আক্রমণ মমতার, SSC মামলায় পদত্যাগ করতে বলেছিলেন বড় খবর! হোয়াটস অ্যাপ কি চলে যাচ্ছে ভারত থেকে? যা হল হাইকোর্টে সবটা জেনে নিন

Latest IPL News

একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.