জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লাহ। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিচ্ছেদ হওয়া স্ত্রীকে প্রতি মাসে দেড় লাখ টাকা করে খোরপোষ দিতে হবে। খবর বার অ্যান্ড বেঞ্চ সূত্রে।
সেই সঙ্গে বিচারপতি জানিয়েছেন, তাঁর ছেলের পড়াশোনার জন্য প্রতি মাসে ৬০ হাজার টাকা করে তাঁকে দিতে হবে। ২০১৮ সালের জুলাই মাসে পায়েল আবদুল্লাহ হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন। ট্রায়াল কোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আদালতে গিয়েছিলেন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সেকশন ১২৫ অনুসারে আদালত পায়েল আবদুল্লাহর জন্য ৭৫ হাজার টাকা প্রতি মাসের ভিত্তিতে খোরপোষ ও তাঁর সন্তানের জন্য প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়ার কথা বলেছিল। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তাঁকে এই টাকাটা দিয়ে যেতে হবে।
তবে পায়েল এরপর হাইকোর্টে আবেদন করেছিলেন এই টাকাটা বৃদ্ধি করার জন্য। তিনি জানিয়েছিলেন, তাঁর সন্তান ছোট। সে উপায় করতে পারে না। এই টাকায় সংসার চালানো যাবে না।
তবে ওমর আবদুল্লাহ জানিয়েছিলেন, আমি আমার সন্তানের সব খরচ বহন করব। যেমন করে হোক এটা আমি করব। এদিকে ট্রায়াল কোর্ট এর আগে ২০১৬ সালে ওমর আবদুল্লাহর একটি আবেদন নাকচ করে দিয়েছিলেন। যেখানে তিনি বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। মূলত নিষ্ঠুরতার জন্য তিনি বিবাহ বিচ্ছেদ চাইছেন বলে আবেদন করেছিলেন। কিন্তু সেটা শেষ পর্যন্ত আদালতে ধোপে টেকেনি।
তবে এবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তাঁর বিচ্ছেদ হওয়া স্ত্রীকে প্রতি মাসে দেড় লাখ টাকা করে খোরপোষ দিতে হবে। তাঁর ছেলের পড়াশোনার জন্য প্রতি মাসে ৬০ হাজার টাকা করে তাঁকে দিতে হবে। এবার কাশ্মীরের মুখ্যমন্ত্রী ঠিক কোন পদক্ষেপ নেন সেটাই দেখার।