বাংলা নিউজ > ঘরে বাইরে > OROP Scheme: দেওয়ালির আগেই ডিফেন্সের অবসরপ্রাপ্তদের বকেয়া মিটিয়ে দিন, মন্ত্রককে নির্দেশ রাজনাথের

OROP Scheme: দেওয়ালির আগেই ডিফেন্সের অবসরপ্রাপ্তদের বকেয়া মিটিয়ে দিন, মন্ত্রককে নির্দেশ রাজনাথের

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। (ANI Photo) (ANI)

গত ফেব্রুয়ারি মাসে দেশের শীর্ষ আদালত অবসরপ্রাপ্তদের বকেয়া দিতে কেন দেরি হচ্ছে সেই প্রসঙ্গ তুলেছিল। হিসেব বলছে, প্রায় ২৫ লাখ অবসরপ্রাপ্ত ডিফেন্স পেনসনার্সদের এই বকেয়া রয়েছে।

প্রাক্তন সার্ভিসমেনদের জন্য় খুশির খবর। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার মন্ত্রককে জানিয়েছেন,ওয়ান Rank, ওয়ান পেনশন স্কিমে যে বকেয়া রয়েছে প্রাক্তন সার্ভিসমেনদের জন্য় সেই বকেয়া এবার ছেড়ে দিন দেওয়ালির আগেই। 

অবসরপ্রাপ্ত সার্ভিসমেনদের জন্য এবছর এনিয়ে তৃতীয় কিস্তির বকেয়া ছাড়া হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রকের দফতর এক্স হ্যান্ডেলে লিখেছে, প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছেন, ওআরওপির তৃতীয় কিস্তির টাকাটা ছেড়ে দিতে। ডিফেন্সের ক্ষেত্রে যারা অবসরপ্রাপ্ত রয়েছেন তাদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। স্পর্শ সিস্টেমের আওতায় এটা করা হবে। দিওয়ালির আগে এই টাকাটা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। ব্যাঙ্ক ও অন্যান্য এজেন্সিকে এব্যাপারে তৈরি থাকতে বলা হয়েছে। ভারতের ডিফেন্স অ্য়াকাউন্টস ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য় বলা হয়েছে। ২.৫ মিলিয়ন অবসরপ্রাপ্তদের এই ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। 

এদিকে গত ফেব্রুয়ারি মাসে দেশের শীর্ষ আদালত অবসরপ্রাপ্তদের বকেয়া দিতে কেন দেরি হচ্ছে সেই প্রসঙ্গ তুলেছিল। হিসেব বলছে, প্রায় ২৫ লাখ অবসরপ্রাপ্ত ডিফেন্স পেনসনার্সদের এই বকেয়া রয়েছে। দেওয়ালির আগে তাদের বকেয়া মিটিয়ে দিতে বলা হয়েছে। সব মিলিয়ে এক্ষেত্রে ২৩,৬৩৮ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। 

২০১৫ সালে এই স্কিম লাগু করা হয়েছিল। প্রতি পাঁচ বছরে এটা একবার করে ফের পর্যালোচনা করা হয়।  এই স্কিমের মাধ্যমে অতিরিক্ত ৪.৫২ লাখ নতুন উপভোক্তা সুবিধা পাবেন। ২০১৯ সালের ১ জুলাই থেকে এই নতুন স্কিম লাগু হয়েছিল। ২০১৫ সালের নভেম্বর মাস থেকে মোদী সরকার এই স্কিমকে কার্যকরী করে। ২০১৪ সালের জুলাই মাসের থেকে যে বকেয়া ছিল সেটা মেটানো হয়। 

পরবর্তী খবর

Latest News

২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.