অবৈধ আফগান নাগরিকদের আগেই দেশ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান। এক্ষেত্রে যারা এখনও দেশ ছাড়েনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পাক সরকার। বহু অবৈধ আফগান নাগরিককে গ্রেফতার করেছে পাকিস্তান। সেই প্রক্রিয়া এখনও চলছে। তবে যারা বৈধ আফগান শরণার্থী তাদের ভবিষ্যৎ কী হবে তাই নিয়ে উঠেছিল প্রশ্ন। এই অবস্থায় যে সমস্ত আফগান শরণার্থীদের নথির বৈধতার মেয়াদ শেষ হয়েছে তাদের দেশে ফেরানোর সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখল পাকিস্তান। দেশটির তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আচাকজাই শুক্রবার একথা জানিয়েছেন।
আরও পড়ুন: অবৈধ আফগান নাগরিকদের ১ নভেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের
এদিন পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আচাকজাই জানান, যে সমস্ত বৈধ আফগান শরণার্থীদের থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা এখনও পাকিস্তানে বসবাস করছেন। তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান সরকার দেশটিতে বসবাসরত অবৈধ আফগান শরণার্থীদের ১ নভেম্বরের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বলেছিল। সরকার বলেছিল, যারা সময়সীমার মধ্যে দেশ ছাড়বে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাতে এই সমস্যার পরে অনেক অবৈধ আফগান শরণার্থী পাকিস্তান ছেড়ে চলে যান। কিন্তু যারা দেশ ছাড়েনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ করছে পাকিস্তান সরকার।
একটি স্বেচ্ছাসেবী সংস্থার মতে, পাকিস্তান সরকার অবৈধ আফগান নাগরিকদের গ্রেফতার ও বহিষ্কার করছে। এখনও পর্যন্ত আড়াই লক্ষের বেশি আফগান পাকিস্তান ছেড়েছে। চমন বা তোরখাম সীমান্ত দিয়ে ৮০ হাজার আফগান নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। মন্ত্রী বলেন, অনেক আফগান নাগরিক পাকিস্তানে এসে সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। যারফলে দেশটির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাছাড়া, আফগানিস্তানে তালিবানরা সরকার গঠনের পরে পাকিস্তানের সন্ত্রাসবাদের ঘটনা বেড়েছে।
পাকিস্তান দাবি করেছে, যে দেশটিতে প্রায় ১৭ লক্ষ আফগান নাগরিক অবৈধভাবে বসবাস করছে। আকাহজাই বলেছেন, বালুচিস্তান সরকার এ পর্যন্ত আফগান নাগরিকদের প্রায় ১ লক্ষ জাল পরিচয়পত্র বাতিল করেছে এবং সিন্ধে আরও ২০ হাজার বাতিল করা হয়েছে। বৈধ আফগান শরণার্থীদের পিওআর কার্ডের মেয়াদ গত ৩০ জুন শেষ হয়েছে। এখন আফগান শরণার্থীরা তাদের পিওআর কার্ডের মেয়াদ বাড়াতে পারবেন।
যেভাবে পাকিস্তান অবৈধ আফগান নাগরিকদের বিতাড়িত করছে তা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি পাকিস্তানের পদক্ষেপের সমালোচনা করেছে। তারা বলেছে, গ্রেফতার এবং নির্বাসন এড়াতে পাকিস্তান থেকে পালিয়ে আসা আফগানরা তাদের মাতৃভূমিতে সীমান্ত পেরিয়ে গেলেও উপযুক্ত আশ্রয়, খাবার, পানীয় জল ছাড়াই খোলা আকাশে ঘুমচ্ছে।