বাংলা নিউজ > ঘরে বাইরে > Parliament monsoon session: লোকসভায় অনাস্থা প্রস্তাবের মুখে পড়তে চলেছে মোদী সরকার, বড় চাল ইন্ডিয়ার- সূত্র

Parliament monsoon session: লোকসভায় অনাস্থা প্রস্তাবের মুখে পড়তে চলেছে মোদী সরকার, বড় চাল ইন্ডিয়ার- সূত্র

নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে পিটিআই)

Parliament monsoon session: মণিপুর নিয়ে নরেন্দ্র মোদী সরকারের চিন্তা ক্রমশ বাড়ছে। সূত্রের খবর, এবার লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে ‘ইন্ডিয়া’। যে বিষয়ে একমত হয়েছে ‘ইন্ডিয়া’ জোটের সব দলই।

মণিপুর ইস্যুতে লোকসভায় নরেন্দ্র মোদী সরকারকে চেপে ধরল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বাদল অধিবেশনের শুরুতেই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা। সূত্র মারফত এমনই খবর মিলেছে। সূত্রের খবর, সংসদের নিম্নকক্ষে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে একমত হয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-সহ ‘ইন্ডিয়া’ জোটের সব দল। সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে ২০০৩ সালের পর এই প্রথমবার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বিরোধীরা। সেইসময় অটলবিহারী বাজপেয়ী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। তবে হই-হট্টগোলের জেরে আজ দুপুর দুটো পর্যন্ত লোকসভা মুলতুবি হয়ে গিয়েছে। রাজ্যসভাতেও অনাস্থা প্রস্তাব আনা হবে কিনা, তা নিয়ে আলোচনা চালাচ্ছে বিরোধী জোট। আপাতত তুমুল হইচইয়ের মধ্যে সংসদের উচ্চকক্ষে অধিবেশন চলছে। যা পরিস্থিতি, তাতে সেই অধিবেশনও শীঘ্রই মুলতুবি হয়ে যাবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন: TMC on Manipur incident: 'মণিপুরে স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী'কে জীবন্ত পুড়িয়ে হত্যা', মোদীদের তোপ TMC-র

এমনিতে এবার সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই চাপে আছে মোদী সরকার। গত মে থেকে মণিপুর জ্বললেও দিনকয়েক আগে বর্বরোচিত কাণ্ডের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই দেশে নিন্দার ঝড় উঠেছে। যে ভিডিয়োয় দেখা গিয়েছিল, দুই কুকি মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হচ্ছে। ঘটনায় মেইতেই সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তার জেরে প্রশ্নের মুখে পড়েছে বিজেপি সরকার। ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য সংসদ চত্বরে প্রধানমন্ত্রী মোদী মুখ খুললেও তাতে সন্তুষ্ট নন বিরোধী নেতারা। বরং সংসদের উভয়ে কক্ষেই প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তুলেছেন তাঁরা। যদিও মোদী যে সেই পথে হাঁটবেন, তেমন কোনও ইঙ্গিত মেলেনি।

আরও পড়ুন: Manipur incident update: মণিপুরের বর্বরদের জেরে মেইতেইদের মিজোরাম ছাড়ার ‘নিদান’, ফের সক্রিয় জঙ্গি সংগঠন?

সেই পরিস্থিতিতে সংসদের অধিবেশন শুরুর আগে মঙ্গলবার সকালে বৈঠকে বসেন 'ইন্ডিয়া' জোটের নেতারা। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে সেই বৈঠকে তাঁরা সিদ্ধান্ত নেন যে মণিপুর নিয়ে সংসদের উভয় কক্ষে মোদীর বিবৃতির দাবিতে আরও সরব হবেন। আরও জোরদার আন্দোলন করা হবে। আম আদমি পার্টির (আপ) সাংসদ সঞ্জয় সিংকে যে এবারের বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তাও প্রত্যাহারের দাবিতে সরকারের উপরের চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপ সাংসদের দাবি, মণিপুর নিয়ে মোদীর বিবৃতির দাবি করায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তবে সরকারপক্ষের দাবি, বারবার রাজ্যসভার চেয়ারম্যানের নির্দেশ অমান্য করেন সঞ্জয়।

তারইমধ্যে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এমনিতে লোকসভায় বিজেপির হাতে যে সংখ্যা আছে, তাতে অনাস্থা প্রস্তাবে কোনও সমস্যা হবে না মোদী সরকারের। কিন্তু অনাস্থা প্রস্তাব এনে মনস্তাত্ত্বিক চাল দিতে চাইছেন বিরোধীরা। সেইসঙ্গে দেশের মানুষের কাছে একটি বার্তা দিতে চাইছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

ঘরে বাইরে খবর

Latest News

লখনউয়ের হারে প্লে-অফের টিকিট নিশ্চিত হল রাজস্থানের, জিতেও দিল্লির লাভ হল কি? মোদীবাবু… খাবেন করে দেব! আমন্ত্রণ মমতার, আগে ফিরহাদকে…এর চপ করে দিন, পালটা BJP পুজোয় থ্রিলার আনছেন শিবপ্রসাদ-নন্দিতা, শ্যুটিং শেষে ঋতাভরী লিখলেন, ‘কী দারুণ…’ 'কেন হিজাব পরেননি?', 'মুখ' দেখিয়ে ব্লগিং করতেই কটাক্ষের শিকার ইরফানের স্ত্রী ‘অনুপ্রবেশকারীরাই TMC-র ভোটব্যাঙ্ক,’CAA থেকে দুর্নীতি, বনগাঁয় শাহের নিশানায় মমতা ঝোড়ো হাফ-সেঞ্চুরি বাংলার অভিষেকের, লখনউকে হারিয়ে লিগের অভিযান শেষ দিল্লির গেটস ফাউন্ডেশন ছাড়ছেন মিলিন্দা গেটস, এবার নতুন পথে যাত্রা বাবর-রিজওয়ান-শাহিনের ত্রিফলায় বিদ্ধ আইরিশরা, পিছিয়ে পড়েও সিরিজ জিতল পাকিস্তান আজ বৃষ রাশিতে সূর্যের প্রবেশ, এই ২ রাশিকে থাকতে হবে সতর্ক, হতে পারে আর্থিক ক্ষতি জওয়ানের পর ফের রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিতে চলেছেন শাহরুখ! ফাঁস 'কিং'য়ের ছবি

Latest IPL News

ঝোড়ো হাফ-সেঞ্চুরি বাংলার অভিষেকের, লখনউকে হারিয়ে লিগের অভিযান শেষ দিল্লির রাহুলের উপরে কি রেগে গিয়েছিলেন গোয়েঙ্কা? মুখ খুললেন LSG কোচ, সামনে এল আসল কারণ হার্দিকের সমর্থনে গম্ভীর, কার্যত ব্যক্তিগত আক্রমণ করলেন পিটারসেন ও এবিডি-কে আপনাকে মধ্যমা দেখাতে পারব না, হঠাৎ কেন হর্ষ ভোগলেকে এই কথা বললেন নীতীশ রানা দেখছি-আসছি-চাপ নেই: একাধিক বাংলা শব্দ বলে KKR ভক্তদের মন জিতলেন ফিল সল্ট IPL থেকে ছিটকে গিয়েও অশান্তি চলছেই, অনুশীলনে মুখ দেখাদেখি বন্ধ সূর্য-হার্দিকের ডিনারে ডেকে রাহুলকে উষ্ণ আলিঙ্গন গোয়েঙ্কার, তাহলে কি মিটল LSG বিতর্ক? IPL- ইমপ্যাক্ট প্লেয়ার ইস্যুতে রোহিতের বিপরীত মেরুতে শাস্ত্রী, বললেন মানিয়ে নিতে IPL 2024: ধোনি কি চিপকে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন? রায়না দিলেন বড় ইঙ্গিত বল চুরি করে পালাতে গিয়েই কলকাতা পুলিশের হাতে ধরা পড়লেন KKR ভক্ত! কী হল তারপর?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.