পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞার খাড়া নেমে আসছে ১৫ মার্চে। এই আবহে কি দোকানে দোকানে পেটিএম লেনদেনও বন্ধ হয়ে যাবে? লেনদেন জারি থাকলে দোকানের মালিকরা আবার সমস্যায় পড়বেন না তো? এই সব প্রশ্নেরই জবাব দিল পেটিএম-এর মালিক সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশনস। সংস্থরা তরফ থেকে জানিয়ে দিল, পেটিএম-এর কিউআর কোড, সাউন্ডবক্স এবং কার্ড মেশিন মসৃণ ভাবে কাজ করতে থাকবে। এই সব মার্চেন্ট পেমেন্টের জন্যে অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে পেটিএম। অ্যাক্সিস যে আগে থেকেই এই নিয়ে পেটিএম-এর সঙ্গে কথা বলছে, তা জানিয়েছিলেন ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিকরাই। এরই মাঝে ওয়ান৯৭ কমিউনিকেশনস জানাস, পেটিএম তাদের নোডাল অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্কে সরিয়ে দিয়েছে। যে এস্ক্রো অ্যাকাউন্ট অ্যাক্সিসে তারা খুলেছিল, তার মাধ্যমেই এই কাজ করা হয়েছে। (আরও পড়ুন: বদলেছে নিষেধাজ্ঞার দিনক্ষণ, পেটিএম ফাস্ট্যাগ কি তবে জারি থাকবে? জানাল RBI)
আরও পড়ুন: 'আমি স্মার্ট হলে…', রাশিয়া নিয়ে জয়শংকরের মন্তব্যে হাসি চাপতে পারলেন না ব্লিনকেন
এই আবহে দোকানিরা পেটিএম-এর মাধ্যমে হওয়া লেনদেনের টাকা আগের মতোই বিনা বাধায় হাতে পেতে থাকবেন। সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যে দোকানদাররা পেটিএম-এর মাধ্যমে গ্রাহকদের থেকে টাকা নিয়ে থাকেন এবং তাদের লিঙ্ক করা অ্যাকাউন্ট পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে নয়, তাদের চিন্তা করার কোনও প্রয়োজন নেই। অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে পেটিএম-এর লিঙ্ক থাকলে এটা ইউপিআই অ্যাপের মতো ব্যবহার করা যবে।
এদিকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নিয়ে মানুষের মনে যে সব প্রশ্ন জেগেছে, তার জবাব দিয়েছে আরবিআই। এই আবহে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, যতক্ষণ পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে গ্রাহকের টাকা থাকবে, ততক্ষণ সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলায় কোনও সমস্যা দেখা দেবে না। যতদিন অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে, ততদিন টাকা তুলতে বা ট্রান্সফার করতে পারবেন গ্রাহকরা। তবে সেই অ্যাকাউন্টে নতুন করে টাকা ডিপোজিট করা যাবে না। তবে ১৫ মার্চের পরও সহযোগী ব্যাঙ্ক থেকে রিফান্ড, ক্যাশব্যাক বা সুদ আসতে পারে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর সেই টাকা গ্রাহকরা বিনা বাধায় তুলতে পারবেন। এছাড়া যদি এতদিন আপনার বেতন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে এসে থাকত, তাহলে ১৫ মার্চের পর তা আর আসবে না। এই আবহে কোনওরকম ঝঞ্জাট এড়াতে ১৫ মার্চের আগে অপর কোনও ব্যাঙ্কে বিকল্প ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে আরবিআই-এর তরফ থেকে। ১৫ মার্চের পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে সরকারের থেকে কোনও টাকা বা ভর্তুকি ঢুকবে না।