বাংলা নিউজ > ঘরে বাইরে > Minister on VAT Cut: প্রেশার গেম? এবার অবিজেপি রাজ্যগুলিকে পেট্রোল, ডিজেলে ভ্যাট কমানোর আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Minister on VAT Cut: প্রেশার গেম? এবার অবিজেপি রাজ্যগুলিকে পেট্রোল, ডিজেলে ভ্যাট কমানোর আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

পেট্রোল ও ডিজেল নিয়ে হরদীপ সিং পুরী কী বললেন   (REUTERS)

শিয়রে লোকসভা ভোট! এবার অবিজেপি রাজ্যগুলিকে পেট্রোল, ডিজেলে ভ্যাট কমানোর আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

পেট্রোলের দাম সদ্য ২০০ টাকা কমেছে। উৎসবের মরশুমের আগে  এই বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা সদ্য এই বিষয়ে শিলমোহর দিয়েছে। এদিকে, অবিজেপি রাজ্যগুলিকে এবার পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাটে কাটছাঁট করার পরামর্শ দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ন্যাচরাল গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরী। প্রসঙ্গত, বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে রয়েছে বহ রাজ্যের বিধানসভা ভোট। তার আগে হরদীপ সিং পুরীর এই বার্তা রাজনৈতিক মহলেও আলোচনার জায়গা রাখে।

উল্লেখ্য, সিএনবিসি ও টিভি ১৮কে এক সাক্ষাৎকারে হরদীপ সিং পুরী মনে করিয়ে দেন এর আগে জ্বালানির দাম কমনো নিয়ে বিভিন্ন সময়ে মোদী সরকারের নানান সিদ্ধান্তের কথা। তিনি বলেন, তিনি বলেছিলেন যে কেন্দ্র ২০২৩ সালের নভেম্বর এবং ২০২২ সালের মে মাসে পরিবহন জ্বালানির উপর আবগারি শুল্ক কমিয়েছিল। তিনি বলছেন, সেই সিদ্ধান্তের পর বিজেপি শাসিত রাজ্যগুলি ভ্যাট (ভ্যালু অ্যাডেড ট্যাক্স) এ কাটছাঁট করছিল। এরপরই হরদীপ সিং পুরী বলেন,'বিজেপির কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলি ২ বার শুক্ল কমিয়েছে। নভেম্বর ২০২১ ও মে ২০২২ সালে। সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলি তাদের ভ্যাট কমিয়েছিল যা দেখে অবিজেপি রাজ্যগুলিও সেই পথে যায়। তারা এটা বাড়াচ্ছে, পাঞ্জাব বাড়িয়েছে।' হরদীপ সিং পুরী বলেন, অবিজেপি রাজ্যগুলির উচিত এটি কমানো। তিনি জানান, যাতে অবিজেপি রাজ্যগুলিও ভ্যাটে কাটছাঁট করে, তার পথে তিনি জোর দেবেন।

(September 2023 Deadline: ২০০০ টাকার নোট জমা থেকে ফ্রি-এর আধার আপডেট, সেপ্টেম্বরে রয়েছে কোন কোন ‘ডেডলাইন’? )

হরদীপ সিং পুরী বলেন,' আমি মনে করি প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সিদ্ধান্তের মতো আরও বেশি খুশির সিদ্ধান্ত হবে যদি, অ-বিজেপি রাজ্যগুলি তাদের ভ্যাট কমিয়ে দেয়।' তিনি বলেন, ‘যাতে দাম কমে আমি তার জন্য ওকালতি করব। তবে এক্ষেত্রে অবিজেপি রাজ্যগুলিকেও তাদের কাজ করতে হবে।  তাদেরও এগিয়ে আসতে হবে, যাতে আরও ভালো কিছু করা যায়, যদি ফলাফলগুলি ভালো হয় তবে।’ গত বছরের মে থেকে পেট্রোল, ডিজেল অপরিবর্তিত রয়েছে যখন অর্থমন্ত্রী উভয় পরিবহন জ্বালানির উপর আবগারি শুল্ক কমানোর ঘোষণা করেছিলেন। এদিকে, মুদ্রাস্ফীতি নিয়ে কালঘাম ছুটেছে সরকারের। সরকার মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চাপের মধ্যে রয়েছে, যে মুদ্রাস্ফীতি হু হু করে বেড়েছে। সদ্য জুলাই মাসে তা হয়েছে ৭.৪৪ শতাংশ। যেখানে জুন মাসে তা ছিল ৪.৮৭ শতাংশ। 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন