BSE-তে স্ক্রিপ ৮৬৭.২০ টাকায় ৯ শতাংশ ডিসকাউন্টে তা... more
BSE-তে স্ক্রিপ ৮৬৭.২০ টাকায় ৯ শতাংশ ডিসকাউন্টে তালিকাভুক্ত হয়েছিল। NSE-তে ৮৭২ টাকায় ৮ শতাংশ ডিসকাউন্টে বাজারে এসেছিল এই শেয়ার। তবে এলআইসি-র শেয়ার গত এক বছরে অনেকটাই কমে গিয়েছে। ৯৪৯ টাকা থেকে নেমে মাত্র ৫৬৮ টাকায় চলে এসেছে। ফলে গত এক বছরে প্রায় ৪০% শেয়ার দর হ্রাস পেয়েছে।
1/5১৭ মে ২০২৩। দালাল স্ট্রিটে এক বছর পূর্ণ হবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)-র। এক বছর আগেই ভারত সরকার শেয়ার বাজারে LIC-র ২২,১৩,৭৪,৯২০-টি ইক্যুইটি ছেড়েছিল। সেই সময়ে শেয়ার প্রতি ৯৪৯ টাকা ইস্যু প্রাইসে এই শেয়ার তালিকাভুক্ত হয়েছিল। ফাইল ছবি : ইকোনমিক টাইমস (Soumick/HT Bangla)
2/5BSE-তে স্ক্রিপ ৮৬৭.২০ টাকায় ৯ শতাংশ ডিসকাউন্টে তালিকাভুক্ত হয়েছিল। NSE-তে ৮৭২ টাকায় ৮ শতাংশ ডিসকাউন্টে বাজারে এসেছিল এই শেয়ার। তবে এলআইসি-র শেয়ার গত এক বছরে অনেকটাই কমে গিয়েছে। ৯৪৯ টাকা থেকে নেমে মাত্র ৫৬৮ টাকায় চলে এসেছে। ফলে গত এক বছরে প্রায় ৪০% শেয়ার দর হ্রাস পেয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Soumick/HT Bangla)
3/5খুচরা বিনিয়োগকারী এবং সংস্থার কর্মীরা, যাঁরা শেয়ার প্রতি ৪৫ টাকা করে ছাড় পেয়েছেন, তাঁরা অ্যাডজাস্টেড ইস্যু প্রাইস ধরলেও ৯০৪ টাকা থেকে প্রায় ৩৭ শতাংশ কমে এই শেয়ার ধরে বসে আছেন। সামগ্রিকভাবে, LIC বিনিয়োগকারীদের প্রায় ২.৪ লক্ষ কোটি টাকা বাজার থেকে হাওয়া হয়ে গিয়েছে। শেয়ারের দাম যে কবে ফের উঠবে, তা নিয়ে স্পষ্ট উত্তর দিতে পারছেন না কেউ-ই। মঙ্গলবার পর্যন্ত হিসাব অনুযায়ী LIC-র শেয়ার বাজারে মূলধন ৩.৬ লক্ষ কোটি টাকা। এদিকে আইপিও-র সময়ে ৬ লক্ষ কোটি টাকার এমক্যাপ ছিল LIC-র। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)
4/5IPO-র সময়, ব্রোকারেজ সংস্থাগুলি দীর্ঘমেয়াদী ভাবনা থেকে এই শেয়ারে 'Buy' ট্যাগ দিয়েছিলেন। বেশ কিছু বাজার বিশ্লেষক এখনও এই স্টকের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। স্বাধীন বাজার বিশেষজ্ঞ অম্বরীশ বালিগারের মতে, LIC শেয়ার ২০২৩ সালের দীপাবলি নাগাদ ফের তার আসল, ইস্যু মূল্য ছুঁয়ে ফেলতে পারে। ফাইল ছবি : ব্লুমবার্গ (Soumick/HT Bangla)
5/5Geojit ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর গবেষণা বিশ্লেষক সিরিল চার্লি বলেন, LIC ভারতীয় জীবন বিমার বাজারে এক নম্বরে রয়েছে। তা সত্ত্বেও তাদের শেয়ার এখনও বেশ ভাল ছাড়েই লেনদেন হচ্ছে। অন্য সমতুল্য শেয়ারের তুলনায় অনেকটাই কম দর। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)