একদা ধনকুবের নীরব মোদী গত বছর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক(PNB) ঋণ কেলেঙ্কারিতে ভারতের কাছে প্রত্যর্পণের বিরুদ্ধে ব্রিটেনের সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ে হেরে যান। তাঁর বিরুদ্ধে প্রায় ১৫ হাজার কোটি টাকা কারচুপির অভিযোগ রয়েছে।
1/5 আমি নিঃস্ব। মাসে ১০ লাখ টাকা করে ধার করে চালাচ্ছি। এমনই দাবি করলেন পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদী। তিনি জানান, ব্রিটিশ আদালতে জরিমানা দেওয়ার মতো টাকাও নেই তাঁর কাছে। ধারদেনা করে কোনওমতে চলছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস
2/5 একদা ধনকুবের নীরব মোদী গত বছর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক(PNB) ঋণ কেলেঙ্কারিতে ভারতের কাছে প্রত্যর্পণের বিরুদ্ধে ব্রিটেনের সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ে হেরে যান। তাঁর বিরুদ্ধে প্রায় ১৫ হাজার কোটি টাকা কারচুপির অভিযোগ রয়েছে। (ফাইল ছবি, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
3/5 বর্তমানে নীরব মোদি দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থের কারাগারে রয়েছেন। কিন্তু তাঁর মামলা এখন ব্রিটিশ আদালতে 'সংবিধি নিষিদ্ধ' পর্যায়ে রয়েছে। সহজ কথায়, তাঁর এই মামলা এখনও বিচারাধীন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস
5/5 রিপোর্ট অনুযায়ী, নীরব মোদীর দাবি, তাঁর কাছে এখন কানাকড়ি নেই। ভারত সরকার তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আদালতের নির্দেশ মেনে আইনি খরচ মেটাতে ১,৫০,০০০ পাউন্ড (প্রায় দেড় কোটি টাকা) ধার নিতে হয়েছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস