ন্যাশানাল হাউজিং ব্যাঙ্কের সমীক্ষা অনুযায়ী, HDFC ২০১৯-২০ সালে নির্দিষ্ট কিছু আমানতকারীদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ম্যাচিওর্ড আমানতের টাকা দিতে ব্যর্থ হয়েছে। এমনটাই জানিয়েছে RBI।
1/5HDFC ব্যাঙ্ককে ৫ লক্ষ টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়ম অবমাননার কারণেই হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডকে জরিমানা করেছে RBI। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
2/5ন্যাশানাল হাউজিং ব্যাঙ্কের সমীক্ষা অনুযায়ী, HDFC ২০১৯-২০ সালে নির্দিষ্ট কিছু আমানতকারীদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ম্যাচিওর্ড আমানতের টাকা দিতে ব্যর্থ হয়েছে। এমনটাই জানিয়েছে RBI। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
3/5পরবর্তীকালে, HDFC-কে একটি নোটিশ জারি করা হয়। তাতে টাকা দিতে ব্যর্থতার পরেও কেন জরিমানা আরোপ করা উচিত নয়, তার কারণ দর্শানোর সুযোগ প্রদান করা হয়। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5নোটিশে সংস্থার উত্তর বিবেচনার পরেই RBI শেষ পর্যন্ত আর্থিক জরিমানার পথে হাঁটে। ফাইল ছবি: পিটিআই (REUTERS)
5/5 RBI অবশ্য জানিয়েছে, এই পদক্ষেপ নিয়ন্ত্রক সংক্রান্ত সম্মতির ঘাটতির কারণে করা হয়েছে। এতে তাদের গ্রাহকদের সঙ্গে কোনও লেনদেন বা চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)